সাম্প্রতিক খবর

সেপ্টেম্বর ১৬, ২০১৮

কেজো-পর্যটন প্রসারে উদ্যোগী বাংলা

কেজো-পর্যটন প্রসারে উদ্যোগী বাংলা

কেজো-পর্যটন বা মাইস মূলত ব্যবসা কেন্দ্রিক পর্যটনকে বোঝায়। পুরো কথা মিটিং, ইনসেন্টিভস কনফারেন্স, এগ্‌জ়িবিশন। এর আওতায় বিভিন্ন সংস্থার বৈঠক, সম্মেলন, কর্মীদের উৎসাহ দিতে ঘুরিয়ে আনা বা নানান প্রদর্শনী ঘিরে হোটেল, রেস্তোরাঁ, গাড়ি-সহ পর্যটনে যুক্ত সব পক্ষই আয়ের পথ পায়।

এবার কলকাতাকে কেজো-পর্যটন বা মাইস এর হটস্পট হিসেবে তুলে ধরতে চায় রাজ্য পর্যটন দপ্তর। রাজারহাটের ঝাঁ চকচকে বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারকে ঘিরে রাজ্যও মাইস পর্যটন ছড়াতে চায়।

গত ৩০শে আগস্ট ইন্ডিয়া কনভেনশন প্রমোশন ব্যুরো (আইসিপিবি) আয়োজিত একটি সম্মেলনে এমনটাই বলেন দপ্তরের মুখ্যসচিব। দরকারে কলকাতা থেকে ডাইরেক্ট আন্তর্জাতিক বিমান সংখ্যা বাড়ানোর কথাও বলেন তিনি।