সেপ্টেম্বর ১, ২০১৮
সুন্দরবনে নতুন আর্বোরেটাম গড়বে রাজ্য সরকার

সুন্দরবনে একটি নতুন আর্বোরেটাম গড়বে রাজ্য বন দপ্তর। আর্বোরেটাম হল উদ্ভিদবিদ্যা অনুশীলনের উপযোগী উদ্যান। এই উদ্যানে সুন্দরবন অঞ্চলের ম্যানগ্রোভ প্রজাতির গাছ রাখা হবে.
সুধন্যখালি ওয়াচ টাওয়ারের পাশেই এই উদ্যান তৈরী করা হবে। এই ওয়াচটাওয়ার থেকে সুন্দরবনের নানা বন্যপ্রাণীর দেখা মেলে সহজেই।
ম্যানগ্রোভ প্রজাতির প্রায় ৫৪ রকমের ঝোপ ও গাছ আছে। এর মধ্যে ৩৪টি প্রজাতি পাওয়া যায় সুন্দরবনে। ভারতের আর কোনও ম্যানগ্রোভ বনাঞ্চলে এত বৈচিত্র দেখতে পাওয়া যায় না। এই উদ্যানটি তৈরী করতে এবং বিভিন্ন প্রজাতির গাছগুলিকে লেবেল করতে বোটানিকাল সার্ভে অফ ইন্ডিয়ার সাহায্য নেওয়া হবে।
সুন্দরবনে সারা বছর বহুসংখ্যক পর্যটক আসেন। অনেক পর্যটকই এখানকার ম্যানগ্রোভ ভাণ্ডারের বিষয়ে জানতে আগ্রহী থাকেন। তাই, এই উদ্যানটি নির্মাণ করা হচ্ছে। এর পাশাপাশি, বকখালিতে যে আর্বোরেটামটি আছে, সেটিরও উন্নয়ন করা হবে।