সেপ্টেম্বর ১৯, ২০১৮
স্বয়ংসিদ্ধার সঙ্গী গোটা রাজ্য, প্রচার এ মাসেই

সারা রাজ্যে চালু হল স্বয়ংসিদ্ধা প্রকল্প। পাচার প্রতিরোধ, বাল্য বিবাহ রোধ ও আলোয় ফেরা মেয়েদের পুনর্বাসন — প্রধানত এই তিনটে উদ্দেশ্যে কাজ করবে এই প্রকল্প। চলতি মাসেরই ২০ তারিখ থেকে ৩০ তারিখ পর্যন্ত জেলাভিত্তিক ভাবে চালু হয়ে যাবে এই প্রকল্প। প্রথম পর্যায়ে স্কুলভিত্তিক প্রচারই লক্ষ্য।
প্রতিটি জেলায় ডিএসপিেদর এই প্রকল্প শুরু করার দায়িত্ব দেওয়া হয়েছে। জেলাভিত্তিক ভাবে বদলাতে পারে প্রচারের ধরণ, কারণ উত্তর ও দক্ষিণ বঙ্গের জেলাগুলোয় পাচারের ধরন সব সময় এক নয়। সেই মত এটার মধ্যে বদল আনা হবে।
এই প্রকল্পে এনজিওরা পার্টনার বলে জানিয়েছে পুলিশ। প্রতিটি এনজিও-র নিজস্ব নেটওয়ার্ক থাকে, তারা সেক্ষেত্রে সহায়তা করে। এমনকী উদ্ধারের পর কাউন্সেলিং ও পুনর্বাসনের ক্ষেত্রেও তারা সহায়ক হয়। প্রচারের সময় তো আছেই।
দক্ষিণ ২৪ পরগনায় যে ভাবে এই প্রকল্প সফল হয়েছে, যত সংখ্যক পাচারকারী ধরা পড়েছে, তা অত্যন্ত উৎসাহব্যঞ্জক। সেখানকার সাফল্যে উজ্জীবিত হয়েই পুলিশ তা পুরো রাজ্যে চালু করার সিদ্ধান্ত নেয়।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে পাচার রোধে এর কার্যকরিতা নিয়ে টুইট করেছিলেন।