সাম্প্রতিক খবর

সেপ্টেম্বর ১০, ২০১৮

ক্রীড়াক্ষেত্রে নতুন নীতি গড়বে রাজ্য সরকার

ক্রীড়াক্ষেত্রে নতুন নীতি গড়বে রাজ্য সরকার

আন্তর্জাতিক ও জাতীয় স্তরে সাফল্য‌ পেতে একটি ক্রীড়া নীতি তৈরি করতে চলেছে রাজ্য সরকার। শুক্রবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‌কমনওয়েলথ গেমস, এশিয়ান গেমস বা অলিম্পিকে যাঁরা সোনা, রূপো বা ব্রোঞ্জ পদক পাচ্ছেন, তাঁদের এবং অন্য সম্ভাবনাময় খেলোয়াড়দের পাশে দাঁড়াতে চায় রাজ্য। এ বিষয়ে নির্দিষ্ট নীতি তৈরি হবে।’‌ এশিয়ান গেমসে সোনাজয়ীরা যাতে অলিম্পিকেও একই সাফল্য ধরে রাখতে পারেন, সেজন্য রাজ্য সরকার ওই নীতির মাধ্যমেই তাঁদের পাশে দাঁড়াবে।

মুখ্যমন্ত্রী জানান, এশিয়াডে হেপ্টাথলনে সোনাজয়ী স্বপ্না বর্মনের কলকাতায় থাকার ব্যবস্থা করবে রাজ্য সরকার। অ্যাথলিটদের পরিকাঠামোগত সাহায্যও করা হবে। তিনি আরো বলেন, ‘‌রাজ্য জুড়ে ক্রীড়াক্ষেত্রকে উন্নত করতে বেসরকারি সংস্থার সঙ্গে যৌথ উদ্যোগে কাজ করছে রাজ্য সরকার।’‌

ডুমুরজলায় যে স্পোর্টস ভিলেজ তৈরি হচ্ছে, সেখানে সৌরভ গাঙ্গুলি ক্রিকেট স্টেডিয়াম তৈরি করতে চান বলে মুখ্যমন্ত্রী জানান। ‌প্রসঙ্গত, মমতা কেন্দ্রে ক্রীড়া ও যুবকল্যাণ মন্ত্রী থাকাকালীন বেসরকারি সংস্থাগুলি যাতে খেলোয়াড়দের পাশে দাঁড়ায় এবং নির্দিষ্ট সরকারি ক্রীড়ানীতি তৈরি হয়, সে বিষয়ে কাজ শুরু করেছিলেন।

সৌজন্যে: আজকাল