সাম্প্রতিক খবর

সেপ্টেম্বর ১৬, ২০১৮

বঞ্চনা কেন্দ্রের, আইসিডিএস প্রকল্প চালাচ্ছে রাজ্যই

বঞ্চনা কেন্দ্রের, আইসিডিএস প্রকল্প চালাচ্ছে রাজ্যই

কেন্দ্রীয় সরকারের বঞ্চনার শিকার সারা রাজ্যে ছড়িয়ে থাকা আইসিডিএস কেন্দ্রগুলি। এই প্রকল্পটি চালাতে রাজ্য সরকার নিজেদের তহবিলের ৩৫০ কোটি টাকা ব্যয় করছে। রাজ্যের নারী, শিশু ও সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী বিধানসভায় এই তথ্য দেন।

প্রসঙ্গত, কেন্দ্র এইসব আইসিডিএস গুলিতে তাদের অনুদানের অনুপাত এত বেশী পরিমাণ কমিয়েছে, রাজ্য এই অতিরিক্ত খরচ বহন না করলে, অনেক কেন্দ্রের কর্মীরাই তাদের কাজ হারাবে।

প্রতি জেলায় সাত জন আধিকারিক থাকেন যারা আইসিডিএস কেন্দ্রের কাজ দেখাশোনা করেন। এখন কেন্দ্র নতুন নিয়ম করেছে প্রতি জেলায় এই সাত জনের পরিবর্তে থাকবে একজন আধিকারিক ও একজন স্ট্যাটিস্টিক্যাল সহায়ক। এবং মাত্র এই দুজনের ক্ষেত্রেও কেন্দ্র তাদের অনুদানের পরিমাণ কমিয়ে ২৫ শতাংশ করেছে।

কিন্তু, একটি জেলার আইসিডিএস কেন্দ্রের দেখাশোনার জন্য অন্তত সাত জনের প্রয়োজন। তাই, রাজ্য সরকার ওই দুজনের খরচের ৭৫ শতাংশ বহন ছাড়াও বাকি পাঁচ জনের পুরো খরচ বহন করছে।

ব্লক স্তরেও কেন্দ্র সিদ্ধান্ত নিয়েছে তাঁরা চার জন কর্মীর বদলে শুধু একজন কর্মীর খরচ বহন করবে। এর পাশাপাশি আইসিডিএস কেন্দ্র নির্মাণ এবং ভাড়ার টাকা দেওয়াও তারা বন্ধ করে দিয়েছে। রাজ্য সরকারকে এখন এই অতিরিক্ত খরচ বহন করতে হয়।

এই দপ্তরের তৈরী করা রিপোর্টে দেখা যাচ্ছে রাজ্যকে এখন অতিরিক্ত ১০০ কোটি টাকা ব্যয় করতে হচ্ছে। এছাড়া আরও ২৫০ কোটি টাকা আইসিডিএস কর্মী ও সহায়কদের ভাতায় ব্যয় করা হয়। মুখ্যমন্ত্রী সম্প্রতি কর্মীদের ভাতা ৫০০ টাকা বৃদ্ধির ঘোষণা করেন এবং বছর শেষের দিকে তা ১০০০ টাকা বাড়ানো হবে। এখন আইসিডিএস কর্মীদের ভাতা ৪৫০০ টাকা এবং সহায়কদের ভাতা ২৫০০ টাকা।

নিরাশ্রয় শিশুদের হোম চালাতে অনুদানের অংশও কমিয়ে দিয়েছে কেন্দ্র। এর আগে ১৮ বছরের কম বয়সী শিশুদের ক্ষেত্রে খরচের ৯০ শতাংশ বহন করত কেন্দ্র, স্বেচ্ছাসেবী সংস্থা বহন করত বাকি ১০ শতাংশ। এখন কেন্দ্র ৬০ শতাংশ অনুদান দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এখন এই ৩০ শতাংশও রাজ্য সরকারকে দিতে হয়।