অগাস্ট ২৭, ২০১৮
৮ রুটে এসি, নন-এসি বাস পরিষেবার সূচনা

কলকাতা ও শহরতলিতে নয়া আটটি রুটে এসি, নন-এসি বাস পরিষেবার সূচনা হল। ছ’টি রুটে ৩৮টি এসি বাস এবং বাকি দু’টি রুটে চারটি নন-এসি বাস চলাচল করবে। নয়া রুটগুলিতে বাস চালাবে পশ্চিমবঙ্গ পরিবহণ নিগম।
এসি বাসের রুটগুলি হল:
- এসি ৩৫ (মিল্ক কলোনি-সাপুরজি),
- এসি ৩৬ (নিউ টাউন-বারাসত),
- এসি ৩৮ (চিড়িয়ামোড়-ইকো স্পেস),
- এসি ৩০ এস (উল্টোডাঙা স্টেশন-সাপুরজি),
- এসি ২বি (রথতলা-বালিগঞ্জ), এবং
- এসি ৩০ (লেক টাউন-হাওড়া)।
নন-এসি বাসের রুটগুলি হল:
- এম এক্স ৩ (কলকাতা স্টেশন-বিমানবন্দর ১ নম্বর গেট), এবং
এস ১৪ ডি (সল্টলেক জিডি টার্মিনাস-গড়িয়া)। - নয়া রুটে বাস পরিষেবার সূচনায় যাত্রীদের বিশেষ সুবিধা হবে।