সাম্প্রতিক খবর

অগাস্ট ১৮, ২০১৮

প্লাস্টিক ব্যবহার কমাতে পাটের ব্যাগ আনছে সুফল বাংলা

প্লাস্টিক ব্যবহার কমাতে পাটের ব্যাগ আনছে সুফল বাংলা

দীর্ঘদিন ধরেই প্লাস্টিক ব‍্যবহার বন্ধের ওপর জোর দিচ্ছে দেশ এবং রাজ‍্য সরকার। রাজ‍্য সরকারের নিজস্ব কৃষিজাত দ্রব‍্য ৭৬টি স্টল থেকে বিক্রী করা হয়। কৃষকের থেকে কেনা বিভিন্ন ধরনের চাল সুফল বাংলার স্টলে বিক্রী হয়। পাওয়া যায় সুন্দরবনের মধু, ঘি, ফিনাইল, সাবান, চিনি, আটা সহ নিত্য প্রয়োজনীয় সামগ্রী। এবার থেকে সেসব কিনতে গেলে আবশ্যিক পাটের ব্যাগ। উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের সুফল বাংলা স্টলে যারা ২০০ টাকার ওপরে খাদ্য সামগ্রী কিনবেন, তাদের চটের ব‍্যাগ দেওয়া হবে জানালেন মন্ত্রী তপন দাশগুপ্ত।

তিনি আরও বলেন,”প্লাস্টিক ব্যবহার বন্ধ। আমরা পরিবেশ বান্ধব চটের বা পাটের ব্যাগ চালু করছি। যারা ২০০ টাকা বেশি মূল্যের সামগ্ৰী কিনবেন, তারাই বিনামূল্যে এই চটের ব্যাগটি পাবেন। আপাতত গোটা রাজ্যের ৭৬টি স্টলে সাড়ে পাঁচ হাজার পাটের ব্যাগ বিতরণ করা হয়েছে।”

মন্ত্রী জানান, একটি ব্যাগ তৈরি করতে খরচ হয়েছে ৬২ টাকা। তুলাইপাঞ্জি চাল এবং উত্তরবঙ্গের উৎপাদিত বিভিন্ন চাল কিনলেও পাটের ব্যাগ পাওয়া যাবে। যারা এবার থেকে সুফল বাংলায় নিত্য প্রয়োজনীয় সামগ্রী কিনতে আসবেন, তাঁদের কাছে মন্ত্রীর আবেদন পাটের ব্যাগ ব্যবহার করুন। ইতিমধ্যেই রাজ্য সরকারের সমস্ত দপ্তরে প্লাস্টিকের ব্যবহার কমিয়ে ফেলা হয়েছে। উন্নত ধরনের কাগজ এবং পাটের ব্যবহার শুরু হয়েছে সরকারি দপ্তরগুলিতে। পরিবেশের ভারসাম্য বজায় রাখতে কৃষি বিপণন দপ্তরের এই উদ্যোগ। মন্ত্রীর দাবি, এবার কিছুটা হলেও পরিবেশকে প্লাস্টিক দূষণ থেকে মুক্ত করা যাবে।