সাম্প্রতিক খবর

সেপ্টেম্বর ২৮, ২০১৮

শহরে পণ্যবাহী ট্রাম চালানোর পরিকল্পনা রাজ্যের

শহরে পণ্যবাহী ট্রাম চালানোর পরিকল্পনা রাজ্যের

১৮৭৩ সালে কলকাতার পরিবহন ব্যবস্থার মুকুটে নতুন পালক জোগ করে প্রথম ঘোড়ায় টানা ট্রামের যাত্রা। তারপর থেকে নানা বিবর্তনের মধ্যে দিয়ে আজও গণপরিবহনের অন্যতম স্তম্ভ ট্রাম। এবার যাত্রীপরিবহনের পাশাপাশি ট্রামকে পণ্য পরিবহনের কাজেও ব্যবহার করার পরিকল্পনা রাজ্য সরকারের।

কলকাতার যে সব বড় বড় বাজার থেকে রাজ্যের বিভিন্ন জায়গায় পণ্য সরবরাহ করা হয়, সেই সব বাজারের পাশ দিয়েই এই মালবাহী ট্রাম চালানো হবে। এর ফলে ব্যবসায়ীদের এক জায়গা থেকে আরেক জায়গায় পণ্য নিয়ে যাতায়াতে সুবিধা হয়। ইতিমধ্যেই ৮টি পণ্যবাহী ট্রাম তৈরী করা হয়েছে নোনাপুকুর ট্রাম ডিপোয়। বিভিন্ন ডিপোয় এই ট্রামগুলি রাখা আছে। এর মধ্যে একটি ট্রামকে এক বহুজাতিক সংস্থা চুক্তিভিত্তিতে নিয়েছে তাদের ব্যবসার জন্য।

২০১৯ সালে মেট্রোর কাজ শেষ হলেই পণ্যবাহী ট্রামের যাত্রা শুরু হবে। হাওড়া ব্রীজের নীচে, বড়বাজার, এম জি রোড, শিয়ালদহ মার্কেট সহ বিভিন্ন জায়গায় এই ট্রামগুলি চালানো হবে। রাত ও ভোরের দিকেই চালানো হবে এই ট্রাম। কারণ, এই সময়েই ব্যবসায়ীরা লোডিং ও আনলোডিংএর কাজ করেন।

একেকটি ট্রাম তৈরীতে খরচ পড়েছে প্রায় ৬লক্ষটাকা, যা যাত্রীবাহী ট্রাম তৈরীর তুলনায় অনেক কম। এই দু-কামরার ট্রামগুলিতে যাত্রীবাহী ট্রামের মতো আসনের ব্যবস্থা থাকবে না। গাড়ির দুপাশে বেঞ্চের মতো দীর্ঘ বসার জায়গা তৈরী করা হয়েছে। যাতে ট্রামের মাঝে মাল রাখার জায়গা পাওয়া যায়। ট্রামগুলি দেখতে ট্রেনের ভেন্ডর কামরার মতনই।

সৌজন্যেঃ ৩৬৫ দিন