সাম্প্রতিক খবর

সেপ্টেম্বর ২৮, ২০১৮

দিল্লীতে বাংলা শেখাতে উদ্যোগী রাজ্য

দিল্লীতে বাংলা শেখাতে উদ্যোগী রাজ্য

কাজের সূত্রে বহু বাঙালিকেই নিজের রাজ্য ছেড়ে দিল্লীতে এসে থাকতে হয়। তাদের পরের প্রজন্ম কিছুটা হিন্দি মেশানো বাংলায় কথাবার্তা বলতে পারলেও বাংলা পড়তে বা লিখতে পারে না। এই প্রজন্মের কথা ভেবেই এ বার রাজধানীতে বাংলা ভাষা শেখানোর পরিকল্পনা নিচ্ছে পশ্চিমবঙ্গ সরকার।

প্রাথমিক ভাবে ঠিক হয়েছে, দিল্লির বঙ্গভবন বা তথ্য-সংস্কৃতি দপ্তরের ‘মুক্তধারা’ ভবনে এই বাংলা ভাষা শেখানোর কেন্দ্র খোলা হবে। দু’টিই দিল্লীর প্রাণকেন্দ্র কনট প্লেসের খুব কাছে। ফলে দিল্লীর যে কোনও প্রান্ত থেকেই উৎসাহীরা আসতে পারবেন। সপ্তাহান্তে বেড়ানোর ফাঁকেও বাংলা চর্চা সেরে ফেলা যাবে। দিল্লীতে নিযুক্ত রাজ্যের প্রিন্সিপাল রেসিডেন্ট কমিশনারের মস্তিষ্কপ্রসূত এই ভাবনায় বাংলা শেখানো হবে ছোট ছেলেমেয়েদের। একই সঙ্গে তাদের বাবা-মায়েদের জন্য বাংলা সাহিত্য ও বাংলা সিনেমার ‘অ্যাপ্রিসিয়েশন কোর্স’ চালু করা নিয়েও ভাবনাচিন্তা চলছে।

বাংলা সরকার এত দিন মূলত দিল্লীতে বাংলার সংস্কৃতি, হস্তশিল্প ও রাজ্যের নিজস্ব পণ্য তুলে ধরতে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছে। ১৬ সেপ্টেম্বর থেকেই যেমন প্রাক্-পুজো তাঁত ও হস্তশিল্পের সামগ্রীর মেলা শুরু হয়েছে জনপথের ‘হ্যান্ডলুম হাটে’। ভাষা শিক্ষার উদ্যোগ এই প্রথম।

সরকার সূত্রের বক্তব্য, তথ্য-সংস্কৃতি দপ্তর ও স্কুল-শিক্ষা দপ্তরের সঙ্গে আলোচনা করে বাংলা শেখানোর পাঠ্যক্রম ও কোর্সের সময়সীমা ঠিক হবে।