সাম্প্রতিক খবর

অগাস্ট ২৬, ২০১৮

বিদ্যাসাগরের দ্বিশতবার্ষিকী উদযাপনে কমিটি মুখ্যমন্ত্রীর

বিদ্যাসাগরের দ্বিশতবার্ষিকী উদযাপনে কমিটি মুখ্যমন্ত্রীর

পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের দ্বিশততম জন্মবার্ষিকী উদযাপনের জন্য ২৭ সদস্যের একটি কমিটি গঠন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

রাজ্যের শিক্ষামন্ত্রী শ্রী পার্থ চট্টোপাধ্যায় এই কমিটির শীর্ষে থাকবেন। অন্যান্য সদস্যরা হলেন: পরিবহন, সেচ, তথ্যপ্রযুক্তি, নারী ও শিশু কল্যাণ দপ্তরের মন্ত্রীরা, মুখ্যসচিব, বিভিন্ন দপ্তরের সচিব, পর্ষদের সভাপতি, ঝাড়গ্রাম রামকৃষ্ণ মিশনের প্রিন্সিপাল, সাংবাদিক, শিক্ষাবিদ সহ অনেকে।

বাংলায় শিক্ষার প্রসারে পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভূমিকা ছিল অপিরিসীম। বিধবা বিবাহ চালু করাতেও ওনার অবদান অনস্বীকার্য। ওনার লেখা বই বর্ণপরিচয়, কথামালা, বত্রিশ সিংহাসন, বেতাল পঞ্চবিংশতি ইত্যাদি শিশুদের অত্যন্ত প্রিয়। সংস্কৃত পাঠের জন্য উনি রচনা করেছিলেন উপক্রমণিকা।