ফেব্রুয়ারি ২, ২০১৯
রাজ্য সরকারের সৌজন্যে কৃষকদের সুরক্ষায় বার্ধক্য ভাতা

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে কৃষক বন্ধুদের জন্য একগুচ্ছ উপহার নিয়ে এল রাজ্য সরকারের কৃষি বিভাগ। এর আগেই রাজ্য সরকার কৃষি জমির খাজনা ও কৃষি জমির হস্তান্তরের মিউটেশন ফি সম্পূর্ণ মুকুব করে দিয়েছে।
কৃষকদের সুরক্ষিত ভবিষ্যতের উদ্দেশ্যে এক উল্লেখযোগ্য পদক্ষেপ গ্রহণ করল রাজ্য সরকার। কৃষকদের আর্থিক স্বাধীনতা প্রদানকারী এই ভাতার পরিমাণ মাসিক ১০০০টাকা।
তবে কয়েকটি শর্ত আছে এই ভাতা পাওয়ার জন্য। সেগুলি হলঃ
- বয়স ন্যুনতম ৬০ বছর ও অন্য ভাবে সক্ষমদের ক্ষেত্রে ৫৫ বছর পূর্ণ হতে হবে
- কমপক্ষে শেষ ১০ বছর পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে
- কৃষক হলে সর্বাধিক ১ একর জমির মালিক বা বর্গাদার হলে সর্বাধিক ২ একর জমি চাষ করতেন বা ভূমিহীন ক্ষেতমজুর
- জীবনধারণের জন্য কোনওরকম সংস্থান নেই কিংবা নিকট-আত্মীয় কেউ দেখভাল করেন না
- রাজ্য সরকার অথবা কেন্দ্রীয় সরকার অথবা তাদের দ্বারা পরিচালিত/পোষিত কোনও সংস্থা থেকে কোনও প্রকার ভাতা বা আর্থিক সাহায্য পান না