সেপ্টেম্বর ১, ২০১৮
কন্ঠস্বর নির্ভর প্রযুক্তিতে জোর রাজ্যের

আমাদের দেশে একদিকে যেমন প্রযুক্তিগতভাবে অনেক উন্নতি করা হয়েছে, অন্যদিকে এমন অনেক লোক আছেন যারা লিখতে পড়তে পারেন না। সেই সব লোকেদের মধ্যে প্রযুক্তির ব্যবহার বাড়াতে কন্ঠস্বর নির্ভর যোগাযোগ ব্যবস্থার ওপর জোর দিচ্ছে রাজ্য সরকার।
রাজ্য তথ্যপ্রযুক্তি ও ইলেকট্রনিক্স দপ্তর তাদের জন্য আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ও কন্ঠস্বর নির্ভর (ভয়েস অ্যাক্টিভেটেড কমিউনিকেশন) প্রযুক্তি এবং আনুসাঙ্গিক প্রয়োজনীয় যন্ত্রপাতি তৈরীর উদ্যোগ নিয়েছে। সাম্প্রতিক এক ডিজিটাল সম্মেলনে তথ্যপ্রযুক্তি ও ইলেকট্রনিক্স দপ্তরের সচিব এই কথা জানান।
এই নতুন প্রযুক্তির মাধ্যমে সমাজের পিছিয়ে পড়া মানুষের কাছে পৌছনো আরও সহজ হবে। বিশেষত সেই সকল মানুষের কাছে যারা নিরক্ষর বা অল্প-শিক্ষিত এবং যাদের কাছে স্মার্টফোন নেই। রাজ্য সরকারের ঐকান্তিক প্রয়াস প্রযুক্তি ও উন্নয়নের সুফল প্রান্তিক মানুষদেরও পৌঁছে দেওয়া। এই উদ্যোগ সেই লক্ষ্যের পৌঁছতে সাহায্য করবে সরকারকে।
প্রসঙ্গত, সম্প্রতি রাজ্য সরকার আয়োজন করেছিল ‘বেঙ্গলাথন ২০১৮’ যেখানে বিভিন্ন পড়ুয়া ও তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে সাথে যুক্ত পেশাদাররা সাধারণ মানুষের নিত্যপ্রয়োজনীয় কাজের সুবিধার জন্য নানারকম অ্যাপ তৈরী করে।