সাম্প্রতিক খবর

সেপ্টেম্বর ১১, ২০১৮

রাজ্যের যুব সম্প্রদায়ের উন্নয়নে ব্রতী বাংলার সরকার

রাজ্যের যুব সম্প্রদায়ের উন্নয়নে ব্রতী বাংলার সরকার

স্বামী বিবেকানন্দ নিজের জীবনকালে সবসময়ই দেশের যুবশক্তিকে গুরুত্ব দিয়ে এসেছেন। যুবসমাজকে চরিত্র গঠন করার জন্য তিনি খেলাধুলা করার পরামর্শও দিয়েছেন। স্বামীজীর শিকাগো বক্তৃতার ১২৫তম বর্ষপূর্তিতে তাই আসুন দেখে নিই রাজ্য ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তরের যুব কল্যাণ শাখা গত সাত বছরে কি কি সাফল্য অর্জন করেছে।

যুব হোস্টেল – ১৮টি যুব হোস্টেল সংস্কার করা হয়েছে। আরও ৮টি নতুন যুব হোস্টেল তৈরী করা হয়েছে। এছাড়া আরও ১৭টি যুব হোস্টেল নির্মীয়মাণ।

ক্লাবকে অনুদান – ১৮,০০০ এরও বেশী ক্লাব ও অন্যান্য সংস্থাকে ক্রীড়া পরিকাঠামো উন্নতির জন্য ২০১৪-১৫ থেকে আর্থিক অনুদান দেওয়া শুরু করা হয়েছে।

ফুটবল বিতরণ – ২০১৭তে রাজ্যে অনুষ্ঠিত ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের কথা মাথায় রেখে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ও ক্লাবগুলিতে ১.২৫ লক্ষ ফুটবল বিতরণ করা হয়েছে।

খেলার মাঠের সংস্কার ও উন্নয়ন – ৩৭৩টি স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় এবং ক্লাবকে আর্থিক অনুদান দেওয়া হয়েছে খেলার মাঠের সংস্কার ও উন্নয়নের জন্য।

মাল্টি জিম তৈরী – ৩,০০০ স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ও ক্লাবকে মাল্টি জিম তৈরী করতে আর্থিক অনুদান দেওয়া হয়েছে।

মিনি ইন্ডোর গেম কমপ্লেক্স নির্মাণ – ৬৩৫টিরও বেশী স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ও ক্লাব ও সংস্থাকে আর্থিক সাহায্য করা হয়েছে মিনি ইন্ডোর গেম কমপ্লেক্স নির্মাণ করতে।

যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র – বিভিন্ন বেসরকারি সংস্থার সহযোগিতায় রাজ্যে প্রায় ১,০০০টি যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র চালু আছে।

বৃত্তিমূলক প্রশিক্ষণ – কারিগরি শিক্ষা, প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন দপ্তরের সহযোগিতায় জীবিকামুখী বৃত্তিমূলক প্রশিক্ষণ দেওয়া হয়। এখনও পর্যন্ত ৪,০০০এরও বেশী মানুষকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।