সেপ্টেম্বর ২৯, ২০১৮
আমেরিকা-ইউরোপ সহ ২৭টি দেশে বাংলার দুর্গাপুজোকে ব্র্যান্ডিং করবে রাজ্য

দুর্গাপুজোকে এবার সরকারিভাবে বিশ্বে ছড়িয়ে দিতে চায় রাজ্য সরকার। চলতি বছরেই তারা ২৭টি দেশে দুর্গাপুজোর ‘ব্র্যান্ডিং’ করবে। সেই তালিকায় যেমন আছে আমেরিকা বা ইউরোপ, তেমনই থাকছে এশিয়ার বেশিরভাগ দেশ। জানা গিয়েছে, এই বিষয়ে বিপুল টাকা খরচ করা হবে। তৈরি হবে ভিডিও। গোটা বিষয়টি নিয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। কোন পথে সেই ব্র্যান্ডিং হবে, তার ব্লু প্রিন্ট এই সপ্তাহেই চূড়ান্ত করার কথা পর্যটন দপ্তরের।
পৃথিবীজুড়ে বাঙালির ঘরবাড়ি। তাই দুনিয়ার কোণে কোণে শরৎকালে সমাদর পান দেবী দুর্গাও। সেই সুবাদে ভিন দেশের বাসিন্দারাও কিছুটা ছুঁয়ে দেখতে পারেন বাঙালির এই মহাপার্বণকে। কিন্তু বাংলার বুকে পুজোর জমকালো আয়োজনের সঙ্গে তার মিল নেই কোথাও। কলকাতা তো বটেই, রাজ্যজুড়ে পুজোর যে মেজাজ, তার স্বাদ পেতে হলে আসতেই হবে বাংলার আঙিনায়। আগমনির আগে এবার ভিনদেশি পর্যটকদের উদ্দেশে সেই আগমনবার্তাই পৌঁছে দিতে চায় রাজ্য সরকার।
পুজোর নিজস্ব জাঁকজমকের পাশাপাশি বিসর্জনপর্বকে আরও রঙিন করতে গত কয়েক বছর ধরে উদ্যোগী হয়েছে রাজ্য সরকার। দুর্গাপুজো কার্নিভ্যাল নামের সেই আয়োজন রীতিমতো তাক লাগানো। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে উপস্থিত থেকে সেই অনুষ্ঠানের দেখভাল করেন। রেড রোডের সেই কার্নিভ্যালে হাজির হতে দেখা গিয়েছে বিদেশিদেরও। পুজোর সেই উদযাপনকেই এবার নতুনভাবে তুলে ধরতে চায় পর্যটন দপ্তর। শুধু যে টিভিমুখী বিপণনকেই তাঁরা ব্র্যান্ডিংয়ের হাতিয়ার করছেন, তা নয়। আন্তর্জাতিক স্তরে যে নামী সংস্থাগুলি প্যাকেজ ট্যুর করায়, তাদের সঙ্গেই ইতিমধ্যেই দপ্তর কথা বলেছে বলে জানা গিয়েছে। তাদের নিজস্ব ম্যাগাজিনেও থাকবে পুজোর বিজ্ঞাপন।
বাংলার পুজোকে তুলে ধরতে যেমন আন্তর্জাতিক বিপণনে নামছে রাজ্য, তেমনই পুজোকে আবার নিজেদের প্রচারের হাতিয়ারও করছে পর্যটন দপ্তর। এবার কলকাতার নির্দিষ্ট কয়েকটি ডাকসাইটে পুজো প্যান্ডেলে তারা নিজেদের ব্র্যান্ডিং করবে। যাঁরা প্যান্ডেলে ঘুরে প্রতিমা দর্শন করবেন, তাঁদের জন্য থাকবে ঠাকুর দেখার পাশাপাশি পর্যটন সংক্রান্ত বাড়তি তথ্য। মণ্ডপেই থাকবেন দপ্তরের কর্মীরা, যাঁরা বাংলার পথে-প্রান্তরে ছড়িয়ে থাকা পর্যটন ক্ষেত্রগুলির বৈশিষ্ট্য তুলে ধরবেন। থাকবে প্রচার-পুস্তিকাও।
সৌজন্যে: বর্তমান