সাম্প্রতিক খবর

অগাস্ট ১৯, ২০১৮

কেরলের ত্রাণ তহবিলে আর্থিক সাহায্য ঘোষণা মুখ্যমন্ত্রীর

কেরলের ত্রাণ তহবিলে আর্থিক সাহায্য ঘোষণা মুখ্যমন্ত্রীর

বন্যাবিধ্বস্ত কেরলের পাশে দাঁড়াল বাংলা৷বন্যাত্রাণে ১০ কোটি টাকা সাহায্যের কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ মুখ্যমন্ত্রীর ট্রেন তহবিল থেকে এই টাকা পাঠানো হবে৷

রবিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইটে বন্যাত্রাণে সাহায্যের কথা ঘোষণা করেন৷ টুইটে তিনি লেখেন, ‘‘কেরলে বন্যায় বহু মানুষ জীবনযুদ্ধ চালাচ্ছেন৷ বিপদের সময়ে কেরলবাসীর পাশে আছি আমরা৷ এই পরিস্থিতিতে কেরলের বন্যাত্রাণে মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল থেকে দশ কোটি টাকা সাহায্যের সিদ্ধান্ত নিয়েছি৷’’

মুখ্যমন্ত্রী টুইটে আরও জানান, ‘‘প্রাকৃতিক বিপর্যয়ের হাত থেকে রক্ষা করতে আমরা কেরলবাসীকে সমস্ত সহযোগিতা করতে প্রস্তুত৷ আমরা চাই যত তাড়াতাড়ি সম্ভব স্বাভাবিক জীবনে ফিরে আসুন কেরলবাসী৷’’