অগাস্ট ১৬, ২০১৮
রাজ্যের সমস্ত স্কুলে গ্রন্থাগার গড়ার উদ্যোগ

শিক্ষার মানোন্নয়নের জন্য সমগ্র শিক্ষা অভিযান প্রকল্পে রাজ্যের সমস্ত স্কুলে গ্রন্থাগার গড়ার উদ্যোগ নিল সরকার। প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক স্তরের সরকারি স্কুলে এই গ্রন্থাগার গড়ার জন্য এবারই প্রথম বুক গ্র্যান্ট বাবদ টাকা বরাদ্দ করা হয়েছে। এসএসকে ও এমএসকে স্কুলকেও বুক গ্র্যান্ট খাতে টাকা দেওয়া হবে।
প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক পর্যন্ত স্কুলগুলিকে মোট আটটি ভাগে ভাগ করে তিন হাজার থেকে ২০ হাজার টাকা পর্যন্ত দেওয়া হবে। এই খাতে মোট প্রায় ৪০কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। আগস্ট মাস থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে জেলায় জেলায় অনুষ্ঠিত বইমেলায় স্কুলগুলিকে বরাদ্দকৃত টাকায় বই কেনার নির্দেশ দেওয়া হয়েছে।
রাজ্যের সমস্ত স্কুলকে মোট আট ভাগে ভাগ করা হয়েছে। নির্দেশিকায় বলা হয়েছে, প্রথম থেকে অষ্টম, পঞ্চম থেকে অষ্টম ও শুধুমাত্র একাদশ ও দ্বাদশ শ্রেণীর পঠন পাঠন হওয়া স্কুলগুলির জন্য ১০ হাজার টাকা ও প্রথম থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত প্রাথমিক স্কুলগুলিকে ৩০০০ টাকা দেওয়া হবে। প্রথম থেকে দশম শ্রেণী, পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণী, পঞ্চম থেকে দশম শ্রেণী পর্যন্ত পঠন পাঠন হওয়া স্কুলগুলিকে ১৫ হাজার টাকা ও প্রথম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পঠন পাঠন হওয়া স্কুলের জন্য ২০ হাজার টাকা দেওয়া হবে।
বরাদ্দের পরিমাণ:
- পূর্ব মেদিনীপুরের ৫৮০৬টি স্কুলের জন্য ২কোটি ৮৪ লক্ষ ৮৬হাজার টাকা
- পশ্চিম মেদিনীপুরের ৬৪২১টি স্কুলের জন্য ২কোটি ৯৯ লক্ষ ২৬হাজার টাকা
- ঝাড়গ্রামের ২৩৩২ স্কুলের জন্য ১ কোটি ৭ লক্ষ ৬৭হাজার টাকা বরাদ্দ করা হয়েছে
- আলিপুরদুয়ারের ১৬১১টি স্কুলের জন্য ৭৫ লক্ষ ১৫ হাজার টাকা
- বাঁকুড়ার ৪৯৩২টি স্কুলের জন্য ২ কোটি ৩৪ লক্ষ ৯৬ হাজার টাকা
- বীরভূমের ৩৭৬৩টি স্কুলের জন্য ১কোটি ৮২লক্ষ ৬১ হাজার টাকা
- দক্ষিণ দিনাজপুরের ২০৭১টি স্কুলের জন্য ৯৪ লক্ষ ৮৭হাজার টাকা
- দার্জিলিংয়ের ১০৭২টি স্কুলের জন্য ৪৭ লক্ষ ৬৩ হাজার টাকা
- হাওড়ার ৩০১৩টি স্কুলের জন্য ১ কোটি ৫৯লক্ষ ৭২হাজার টাকা
- হুগলির ৪১৪২টি স্কুলের জন্য ২কোটি ১০ লক্ষ ৭৯ হাজার টাকা
- জলপাইগুড়ির ২১৯০টি স্কুলের জন্য ১ কোটি ২ লক্ষ ৩৭হাজার টাকা
- কালিম্পংয়ের ৪৬৭টি স্কুলের জন্য ২০ লক্ষ ৭৫হাজার টাকা
- কোচবিহারের ৩১৬৬টি স্কুলের জন্য ১কোটি ৫১ লক্ষ ৪০হাজার টাকা
- কলকাতার ১৯৫৪টি স্কুলের জন্য ১কোটি ২৫ লক্ষ ৪৮ হাজার
- মালদার ৩১৫৮টি স্কুলের জন্য ১ কোটি ৫০ লক্ষ ২২ হাজার টাকা
- মুর্শিদাবাদের ৫৭৮০টি স্কুলের জন্য ২কোটি ৬৯লক্ষ ৫০হাজার টাকা
- নদীয়ার ৩৯৭৩টি স্কুলের জন্য ১কোটি ৯২ লক্ষ ৪৬ হাজার টাকা
- উত্তর ২৪ পরগনার ৫৭৬৭টি স্কুলের জন্য ৩কোটি ৫লক্ষ ৫৫হাজার টাকা
- পশ্চিম বর্ধমানের ১৫৭১টি স্কুলের জন্য ৭৯লক্ষ ৮৩হাজার টাকা
- পূর্ব বর্ধমানের ৪৬০৪টি স্কুলের জন্য ২কোটি ২২ লক্ষ ২০ হাজার টাকা
- পুরুলিয়ার ৪৩১৪টি স্কুলের জন্য ২কোটি ৬লক্ষ ১৪ হাজার টাকা
- শিলিগুড়ির ৮০২টি স্কুলের জন্য ৩৬ লক্ষ ২৪হাজার টাকা
- দক্ষিণ ২৪ পরগনার ৬০৮৭টি স্কুলের জন্য ২কোটি ৯৮ লক্ষ ৫৮ হাজার টাকা
- উত্তর দিনাজপুরের ২৯১৪টি স্কুলের জন্য ১কোটি ২৮ লক্ষ ২৪ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে।