জুলাই ৩, ২০১৯
২০১৯ সালের মার্চের জিএসটির লক্ষ্যমাত্রা ছাড়াল বাংলা

১লা জুলাই বিধানসভায় অর্থমন্ত্রী অমিত মিত্র বলেন, বাংলা ২০১৯ সালের মার্চ মাসের ১৪ শতাংশের লক্ষ্যমাত্রার অধিক আয় করেছে। দেশের মধ্যে এই সাফল্য অন্যতম সেরা, এটিও তিনি উল্লেখ করেন।
রাজ্য সরকারের সাফল্যের বর্ণনা করে মন্ত্রী বলেন, রাজ্য সরকার উন্নয়নমূলক প্রকল্পে ৫৭৭৭৯ কোটি থেকে বাড়িয়ে ৭১১১৩ কোটি টাকা করেছে।
এই উন্নয়নমূলক প্রকল্পের মধ্যে কিছু প্রকল্প আয়ের সংস্থানমূলক প্রকল্পও। উদ্যোগমূলক বিভিন্ন প্রকল্পের মাধ্যমে রাজ্যের জিএসটি বেড়ে চলেছে।
এই প্রসঙ্গে উল্লেখ্য অমিত মিত্র কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে একটি চিঠি লেখেন এবং জিএসটির বিস্তারিত নথি দাবী করেন। তিনি বলেন, এই পরোক্ষ করের গঠন, কার্যকারিতা ও প্রয়োগ খুব কঠিন ও ত্রুটিযুক্ত। এই চিঠি লেখা হয় ১লা জুলাই যেদিন পরোক্ষ করের প্রয়োগের ২ বছর পূর্ণ হয়। এই চিঠিতে তিনি অনুরোধ করেছেন জিএসটি কাউন্সিলের সামনে সকল নথি জমা দিতে যার থেকে পরবর্তীকালের কর্মসূচী ঠিক করা সম্ভব হবে।
চিঠিতে যেসব বিষয় নিয়ে বলা হয়েছেঃ
ভোগ্য পণ্য ও পরিষেবা ছাড়া অন্যান্য পণ্য ও পরিষেবা থেকে ২৮ শতাংশ করের বিলুপ্তি
যত বেশী সম্ভব পণ্যকে ১২ শতাংশ করের আওতায় নিয়ে আসা
নিত্যপ্রয়োজনীয় বস্তুর ওপর থেকে কর সম্পূর্ণ বিলুপ্তি বা কম শতাংশের করের আওতায় নিয়ে আসা
করের বিভিন্ন ধাপের অসঙ্গতি বিলোপের ব্যর্থ চেষ্টা যার ফলে অনেক পণ্য ও পরিষেবা ক্ষতিগ্রস্ত হচ্ছে
প্রাপ্য করের টাকা দেরীতে পাওয়া
জিএসটি বিলোপের পথ খোঁজা