সেপ্টেম্বর ১৬, ২০১৮
শিল্প আনতে বিদেশ পাড়ি মুখ্যমন্ত্রীর

শিল্পের স্বার্থে আজ জার্মানি ও ইতালি সফরে রওনা দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
তিনি বলেন, রাজ্যের স্বার্থে, শিল্পের স্বার্থে, বিনিয়োগের স্বার্থে আমাদের বছরে একটা অনুষ্ঠান করতে হয় ‘বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন’ তাই বছরে একবার আমাদের বাইরে যেতে হয়। অনেক মুখ্যমন্ত্রী বছরে ১৫-২০ বার বাইরে যান, অনেকের নিজস্ব বিমান আছে। বাংলা গরীব রাজ্য, আর বাংলা বিদেশে কম যেতে চেষ্টা করে। আমাদের বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে বিদেশী ৩৬-৩৭টি দেশ প্রতিনিধি পাঠান। তাদের থেকে আমন্ত্রণ থাকে। এছাড়া সেদেশের দাবী থাকে আমাদের এখানকার বিনিয়োগকারীদের সঙ্গে মিলে কিছু প্রকল্প করার।
তিনি আরও বলেন, এই সফরে একটি বৈঠক হবে জার্মানিতে ও আরেকটি হবে ইটালিতে। ইটালির মিলান থেকে তাদের রাজ্যপাল সহ বড় একটা প্রতিনিধিদল এখানে এসেছিল এবং অখানে যাওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছিল। অখানে চামড়া শিল্প ও নির্মাণশিল্প খুব গুরুত্বপূর্ণ। লখনৌএর চর্ম শিল্পীরা বাংলায় চলে আসছেন, এর ফলে দেশে বাংলা সেরা হতে চলেছে। এখানে আরও প্রযুক্তি ও শিল্প আনতে চাই।
জার্মানির বৈঠকের বিষয়ে তিনি বলেন, জার্মানির ডুসেলডর্ফ থেকেও এক বড় প্রতিনিধিদল এখানে এসেছিল। ওরা আগামী দিনেও আসবেন। ওখানকার নির্মাণশিল্প বিখ্যাত।