অগাস্ট ১৩, ২০১৮
নিজের বাড়ি মনে করুন বাংলাকে: সিলিকন ভ্যালি হাবের শিলান্যাসে বললেন মুখ্যমন্ত্রী

আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিলান্যাস করলেন বাংলার সিলিকন ভ্যালি হাবের। রাজারহাটে ১০০ একর জমির ওপর গড়ে উঠবে এই ‘সিলিকন ভ্যালি এশিয়া।
তথ্য প্রযুক্তির এই হাব পুরোপুরি আমেরিকার সিলিকন ভ্যালির আদলে তৈরী করা হচ্ছে, তাই, এই নাম। দেশ বিদেশের নানা কোম্পানি জায়গা পাবে এই হাবে। লগ্নির সম্ভাবনা বিপুল। কর্মসংস্থানের সুযোগও তৈরী হবে।
মুখ্যমন্ত্রীর বক্তব্যের কিছু অংশ:
বাংলার জিডিপি বৃদ্ধির হার ৯.১৫%, অর্থাৎ বাংলা অনেক এগিয়ে। জিভিএ – ভারতের বৃদ্ধির হার ৬.৫০% এবং বাংলার বৃদ্ধির হার ৯.৫৯%
শিল্প ক্ষেত্রে ভারতের বৃদ্ধির হার ৫.৫৪%, বাংলার বৃদ্ধির হার ১৬.২৯%, অর্থাৎ ৫ গুন বেশি।
সার্ভিস সেক্টরে ভারতের বৃদ্ধির হার ৮.৩০%, বাংলার বৃদ্ধির হার ১৫.৬১%। কৃষি ক্ষেত্রে ভারতের বৃদ্ধির হার ২.১০%, বাংলার বৃদ্ধির হার ২.২৮%।
এই ইকনমিক প্যারামিটারগুলোই আপনাদের ভবিষ্যৎ বিনিয়োগের ক্ষেত্রে আরও শক্তি যোগাবে।
বেকারত্ব এদেশের একটা বড় সমস্যা। কেন্দ্রীয় শ্রম মন্ত্রকের একটি সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী বাংলায় বেকারত্বের হার ৪০% কমেছে। এর কৃতিত্ব শিল্পপতি, ছোট শিল্প, অসংগঠিত ক্ষেত্র, তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে সাথে যুক্ত বন্ধুদের।।
মাঝে মাঝে আমার খারাপ লাগে যখন দেখি আইটি সংস্থাগুলি বেঙ্গালুরু এবং হায়দ্রাবাদে গিয়ে কাজ করছে। অবশ্যই সেখানে পরিকাঠামো অনেক ভালো ছিল এক সময়। সেই সময়ে আমরা ক্ষমতায় ছিলাম না।
আমরা চেয়ারের মোহে ক্ষমতা চাই না। আমরা ক্ষমতায় এসেছি জনগণের সেবা করার জন্য।
ব্যাঙ্গালোর এবং হায়াদ্রাবাদ কনজেস্টেড হয়ে গেছে। আমি আপনাদের বাংলায় আসার অনুরোধ জানাচ্ছি। আপনারা বেশী প্রতিভাবান কর্মী এখানে পাবেন। যদি আপনারা বিনিয়োগ করেন, বাইরে যারা কর্মরত, তারাও ফিরে আসবে।
আমাদের যুব প্রজন্ম সারা পৃথিবীতে কাজ করছে। তারা খুব নিবেদিত, অনুগত, দৃঢ়প্রতিজ্ঞ এবং আন্তরিক। তাদের টাকার থেকেও সম্মানের বেশী চাহিদা। আমার বিশ্বাস তারা অন্যদের থেকে বেশী ভালো কাজ করতে পারবে।
এটা আমার অঙ্গীকার যে আমরা একদিন পৃথিবী জয় করব। সেজন্যই আমরা আজ এখানে সিলিকন ভ্যালি হাবের উদ্বোধন করলাম। আমেরিকাতে সিলিকন ভ্যালি আছে, বাংলাতে দ্বিতীয় সিলিকন ভ্যালি তৈরী হবে।
আমাদের ১০০ একর জমি আছে। আপনাদের তথ্যপ্রযুক্তি শিল্প এখানে গড়ুন। আপনাদের যদি আরও জমির প্রয়োজন হয়, আমি কর্তৃপক্ষকে বলব আরও ১০০ একর জমির ব্যবস্থা করতে। আমরা যতটা পারব, নিশ্চয়ই করব।
বাংলা হল উত্তর-পূর্ব ভারতের প্রবেশদ্বার। আপনারা দার্জিলিঙেও তথ্যপ্রযুক্তি শিল্প গড়তে পারেন। বাংলাদেশ, ভুটান ও নেপালেরও প্রবেশদ্বার আমাদের রাজ্য। বিহার, ঝাড়খণ্ড ও ওড়িশাও আমাদের প্রতিবেশী রাজ্য। ব্যাংকক যেতে মাত্র ২ ঘণ্টা সময় লাগে।
আপনারা যদি এখানে বিনিয়োগ করেন, অনেক তরুণ মেধার সন্ধান পাবেন বাংলায়। উত্পাদনশীলতা, প্রতিভা ও গবেষণায় এগিয়ে বাংলা। আমি গর্ব করে বলি, পৃথিবীর যে কোনোও প্রান্তে বাঙালি পাবেন।
এটা আপনারও রাজ্য। নিজের বাড়ি মনে করুন বাংলাকে। নিজের শিশুর মত লালন পালন করুন। আপনার কাজের মূলধন আপনার সম্পদ। আপনার যা সাহায্য প্রয়োজন সরকার করবে। আমাদের সরকারকে নিজের পরিবার ভাবুন।