সাম্প্রতিক খবর

সেপ্টেম্বর ৪, ২০১৮

পাহাড়ে জমির পাট্টা প্রদান করবেন বাংলার মুখ্যমন্ত্রী

পাহাড়ে জমির পাট্টা প্রদান করবেন বাংলার মুখ্যমন্ত্রী

উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী। মংপুতে একটি গ্রীনফিল্ড বিশ্ববিদ্যালয় এর শিলান্যাস করা ছাড়াও আরও কর্মসূচিতে ঠাসা তার সফরসূচি। আগামী ৫ই সেপ্টেম্বর একটি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী দার্জিলিং ও কালিম্পঙ জেলার বনগ্রামগুলির (forest village) ৪০০ পরিবারকে জমির পাট্টা তুলে দেবেন।

এর মধ্যে ৩০০ পরিবার দার্জিলিং জেলার ও ১০০ পরিবার কালিম্পঙ জেলার নিবাসী। পাত্তা প্রদানের কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে সম্প্রতি রাজ্য সরকার ও জিটিএর আধিকারিকরা একটি বৈঠক করেন।

দার্জিলিং জেলায় প্রাপ্ত আবেদনের মধ্যে ১৫০৯টি এসেছে তপশিলি উপজাতির থেকে এবং ১২৩২টি অন্যান্য ট্র্যাডিশানাল ফরেস্ট ডুয়েলার্সদের থেকে। পাশাপাশি, দার্জিলিং জেলায় প্রাপ্ত আবেদনের মধ্যে ৩৩৭৬টি এসেছে তপশিলি উপজাতির থেকে এবং ৪৬২৬টি অন্যান্য ট্র্যাডিশানাল ফরেস্ট ডুয়েলার্সদের থেকে।

উল্লেখ্য, দার্জিলিং জেলার পালবাজার ব্লকে ৫৯টি, জোরবাংলো-সুখিয়া ব্লকে ৩১টি, রুংলি রুংলিওট ব্লকে ২১টি, মিরিক ব্লকে চারটি বনগ্রাম আছে। কালিম্পঙের ১ নম্বর ব্লকে ২১টি, ২ নম্বর ব্লকে ১৮টি এবং গরুবাথান ব্লকে ১৮টি বনগ্রাম আছে।