সেপ্টেম্বর ২৮, ২০১৮
সফল ইউরোপ সফর শেষে মুখ্যমন্ত্রী ফিরছেন কলকাতায়

বিনিয়োগের লক্ষ্যে জার্মানি ও ইতালি গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই সফল সফরের শেষে আজ তিনি কলকাতা ফিরছেন। ফ্রাঙ্কফুর্ট ও মিলানে সফল শিল্প সম্মেলন থেকে শুরু করে ডুসেলডর্ফে শিল্পমন্ত্রীর বৈঠক – প্রত্যেকটি জায়গাতেই বিপুল সাড়া মিলেছে। আগামী বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে প্রতিনিধিদল পাঠানোর অঙ্গীকার দুই দেশেরই। এক কথায়, বিশ্বের দরবারে বিনিয়োগের গন্তব্য হিসেবে প্রতিষ্ঠিত বাংলা, মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে।
গত ১৬ তারিখে কলকাতা থেকে ফ্রাঙ্কফুর্টের উদ্দেশে রওনা হন মুখ্যমন্ত্রী। তাঁর সঙ্গে ছিলেন, রাজ্যের অর্থ এবং শিল্প মন্ত্রী এবং রাজ্যের বিভিন্ন শিল্পপতিদের এক প্রতিনিধিদল।
এই সফরের প্রাথমিক উদ্দেশ্য ছিল ইউরোপের দুটি শিল্পের ঘাঁটিতে বাংলার শিল্পবান্ধব পরিস্থিতি তুলে ধরা এবং বিনিয়োগের জন্য আহ্বান জানানো। শিক্ষা ও সংস্কৃতির মেলবন্ধনের সম্ভাবনাও তৈরী করা হচ্ছে এই দেশগুলির সাথে।
সফরের উল্লেখযোগ্য কিছু মুহূর্ত:
১৮ই সেপ্টেম্বরঃ ফ্রাঙ্কফুর্টে মুখ্যমন্ত্রী জার্মানির শিল্পমহলের সঙ্গে একটি বৈঠক করেন। সেখানে তিনি তথ্যপ্রযুক্তি, কৃষি, রাসায়নিক, চর্ম, পর্যটন, লজিস্টিক্স, বন্দর এবং ইস্পাত শিল্প ক্ষেত্রে বাংলায় বিনিয়োগের বিপুল সম্ভাবনা তুলে ধরেন। ক্ষুদ্র ও মাঝারি শিল্প ক্ষেত্রেও রাজ্য সরকার জোর দিয়েছে এই বৈঠকে।
মুখ্যমন্ত্রী বাংলার বিভিন্ন প্রকল্পের গুরুত্ব নিয়েও আলোচনা করেন। ২০১৮ সালে বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে পার্টনার দেশ ছিল জার্মানি, ২০১৯ সালেও ডুসেল্ডর্ফ থেকে এক প্রতিনিধিদল অংশ নেবে। যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে ফিকি, অ্যাসোসিয়েশন অফ জার্মান চেম্বার্স অফ ইন্ডাস্ট্রি অ্যান্ড কমার্স, ইন্দো-জার্মান চেম্বার অফ কমার্স এবং মেকানিকাল ইঞ্জিনিয়ারিং ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন।
১৯শে সেপ্টেম্বরঃ জার্মানির শিল্পকেন্দ্র ডুসেলডর্ফে শিল্পপতিদের সঙ্গে সাক্ষাৎ করতে যান শিল্পমন্ত্রী। যেসব ক্ষেত্র নিয়ে সহযোগিতার কথা হয়, সেগুলি হল, খনির যন্ত্রপাতি, রাসায়নিক, পেট্রো রাসায়নিক, লজিস্টিক্স এবং ইঞ্জিনিয়ারিং। এছাড়া, পশ্চিমবঙ্গ শিল্প উন্নয়ন নিগমের ম্যানেজিং ডিরেক্টর এবং রাজ্যের মুখ্যসচিব জার্মান উন্নয়ন ব্যাঙ্কের প্রতিনিধি দল ও জিআইজেড নামক একটি উন্নয়ন সংস্থার সঙ্গে সাক্ষাৎ করেন।
২৪শে সেপ্টেম্বরঃ মুখ্যমন্ত্রী মিলানে বাণিজ্য বৈঠকে অংশগ্রহণ করেন। তাঁর বক্তব্যে তিনি বাংলায় বিনিয়োগের সুবিধার দিকগুলি তুলে ধরেন। যেসব ক্ষেত্রে বাংলা ও ইতালি যৌথভাবে এগোতে পারে সেগুলি নিয়ে আলোচনা হয়।পরিকাঠামো, নির্মাণ, ডিজাইন ও ইনোভেশন, আইসিটি, চর্ম, বস্ত্র, কৃষি প্রক্রিয়াকরণ, পর্যটন এবং অটোমবাইল শিল্প ক্ষেত্রে বিনিয়োগের আহ্বান জানান তিনি।
এই বৈঠকের আয়োজন করে অ্যাসলোম্বারডা, ইটালিয়ান ট্রেড অ্যাসোসিয়েশন, ফিকি এবং রাজ্য সরকার।
২৭শে সেপ্টেম্বরঃ মুখ্যমন্ত্রী ইতালির লোম্বার্ডি প্রদেশের গভর্নরের সঙ্গে সাক্ষাৎ করেন। গভর্নরকে মুখ্যমন্ত্রী বলেন, চর্ম, ফ্যাশন ডিজাইন, গয়না, ইস্পাত, খনি, শিক্ষা, পর্যটন এবং অন্যান্য ক্ষেত্রে ইতালি ও বাংলা যৌথভাবে কাজ করতে পারবে। এছাড়াও, শিক্ষা, পর্যটন এবং অন্যান্য ক্ষেত্রে একসঙ্গে কাজ করার বিষয়ে আলোচনা করেন তাঁরা।
মুখ্যমন্ত্রী লোম্বার্ডি প্রদেশের গভর্নরকে ২০১৯ সালে আয়োজিত হতে চলা বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে প্রতিনিধি দল নিয়ে আসার অনুরোধ জানান। এবং তিনি সেই আমন্ত্রণ গ্রহণ করেন তিনি।