সেপ্টেম্বর ৪, ২০১৮
আগামীদিনে দার্জিলিঙে অনেক উন্নয়ন হবে: মুখ্যমন্ত্রী

ফের পাহাড় সফরে মুখ্যমন্ত্রী। গত সোমবার বিকেলে তিনি দার্জিলিং পৌঁছেছেন। আজ সেখানে জিটিএর আধিকারিকদের সাথে একটি পর্যালোচনা বৈঠক করেন মুখ্যমন্ত্রী। আলোচনা হয় বিভিন্ন প্রকল্প নিয়ে।
বৈঠকের শেষে সাংবাদিকদের মুখ্যমন্ত্রী জানান যে পার্বত্য অঞ্চলের উন্নয়নের জন্য স্বল্প মেয়াদি, মধ্য মেয়াদি ও দীর্ঘ মেয়াদি পরিকল্পনা নেওয়া হবে। এর জন্য রাজ্যের মুখ্যসচিবের নেতৃত্বে একটি কমিটি গড়া হবে। এই কমিটিতে থাকবেন পাহাড়ের তিন বিধায়ক, পুরসভার চেয়ারম্যান, সিআইআই ও ফিকির সদস্য, দুজন জেলাশাসক ও পুলিস সুপার। মুখ্য উপদেষ্টামণ্ডলীতে থাকবেন বিনয় তামাং, অনীক থাপা, প্রিন্সিপাল সেক্রেটারি মিঃ থাডে। আগামী দিনের উন্নয়নের রূপরেখা তৈরী করে ছ’মাসের মধ্যে রাজ্য সরকারের কাছে একটি রিপোর্ট দেবে এই কমিটি।
মুখ্যমন্ত্রী জানান যে পর্যটন শিল্পে আরও জোর দেওয়া হবে। তিনি আরও বলেন যে মংপুতে যে বিশ্ববিদ্যালয়টি তৈরী হবে সেটার নাম হবে ‘দার্জিলিং হিল ইউনিভার্সিটি’। মুখ্যমন্ত্রী বলেন, “এখানকার মানুষের বহুদিনের প্রত্যাশা পূরণ হবে। কেন্দ্রীয় সরকারের কাছেও বহু বছর ধরে এই দাবী জানিয়েছিল এখানকার মানুষ, কিন্তু, কেন্দ্রীয় সরকার কিছুই করেনি। তাই, আমরা রাজ্য সরকারের তরফ থেকে এই বিশ্ববিদ্যালয় তাদের দিচ্ছি।”
তিনি আরও বলেন, কার্শিয়াঙে এডুকেশন হাব তৈরী করা হচ্ছে। প্রেসিডেন্সি বিস্ববিদ্যালয়ের ক্যাম্পাস তৈরী হচ্ছে। সিঙ্কোনা প্লান্টেশন, কৃষিকাজ, রেশমচাষ, পর্যটন, বিনোদন, সফটওয়্যার, তথ্যপ্রযুক্তি – সবকিছু নিয়েই বিষদে আলোচনা হয়েছে আজকের বৈঠকে। আগামীদিনে দার্জিলিঙে অনেক উন্নয়ন হবে।