সাম্প্রতিক খবর

সেপ্টেম্বর ৩, ২০১৮

গত ১১ই মে শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্কে জন্মানো তিনটি বাঘের শাবকের নামকরণ করলেন মুখ্যমন্ত্রী। নামগুলি হল, কিকা, রিকা এবং ইকা। গত ৩১শে আগস্ট বনমন্ত্রী এই খবর ঘোষণা করেন।

সবকটি শাবকই মেয়ে। কলকাতার আলিপুর চিরিয়াখানার শিলা ও স্নেহাশিসের সন্তান তারা।

এই তিন শাবক মিলিয়ে বেঙ্গল সাফারি পার্কে ব্যাঘ্র প্রজাতির সংখ্যা হল ৬। এর মধ্যে একটি শাবক হল সাদা। এই তিন শাবক যেহেতু খুব ছোট, তাদের একসঙ্গে সিসিটিভির নজরদারিতে রাখা হয়েছে।

ফরেস্ট অফিসারের বক্তব্য, তাদের আরও তিন মাস একসঙ্গে রাখা হবে। সাত মাস বয়স হলে তারাও হয়ে উঠবে বেঙ্গল সাফারির অংশ।

এখন পর্যন্ত বেঙ্গল সাফারি পার্কে পর্যটকদের জন্য তিনটি সাফারি খোলা হয়েছে – টাইগার সাফারি, হিমালয়ান ব্ল্যাক বিয়ার সাফারি এবং এলিফ্যান্ট সাফারি।