সেপ্টেম্বর ১২, ২০১৮
কলকাতা হাই কোর্টের নতুন প্রাঙ্গনের শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী

আজ কলকাতা হাই কোর্টের নতুন প্রাঙ্গনের শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এই নতুন ভবনটি তৈরী করা হবে রাজারহাটে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি। এই অনুষ্ঠানটি আয়োজন করেছিল আইন ও বিচার বিভাগ পশ্চিমবঙ্গ সরকার।
মুখ্যমন্ত্রীর বক্তব্যের কিছু অংশঃ
আজ কলকাতা হাইকোর্টের ইতিহাসের ঐতিহাসিক দিন, গৌরবময় দিন।
হাইকোর্টের ইতিহাসে আজ এক নতুন সংযোজন হল। কলকাতা হাইকোর্ট দেশের মধ্যে সবচেয়ে পুরোনো। এর গুরুত্ব অনেক বেশি।
দিন দিন কাজের চাপ বাড়ছে। বিচারকদের সংখ্যা বাড়ছে, কেসের সংখ্যাও বাড়ছে। নতুন পরিকাঠামো দরকার।
হাইকোর্টের সাথে সাথে জেলার ও মহকুমার কোর্টগুলির পরিকাঠামো উন্নয়ন প্রয়োজন।
বিচারকরাও মানুষ। তাদের কাজের জন্য একটা যথাযথ পরিবেশ দরকার।
এই প্রস্তাবটি আসার ২৪ ঘন্টার মধ্যে আমরা সব পেপার ক্লিয়ার করে দিয়েছি। আমরা মাত্র ১ টাকায় এই কমপ্লেক্সের জন্য জমি দিয়েছি। এটা আমাদের কর্তব্য।
নিউটাউনে ইকো পার্ক থেকে শুরু করে মাদার ওয়াক্স মিউজিয়াম, বিশ্ব বাংলা কনভেনশন সেন্টার থেকে শুরু করে বিবেক তীর্থ সহ আরো অনেক পরিকাঠামো তৈরী করছে রাজ্য সরকার। আগামী দিনে রাজারহাট গমগম করবে।
জলপাইগুড়িতে সার্কিট বেঞ্চ তৈরী হয়ে গেছে – ৪০ বছরের দাবি ছিল। আমরা যতটা সম্ভব চেষ্টা করেছি। উত্তরবঙ্গের মানুষদের অনেক সুবিধা হবে। মানুষের সুবিধে অসুবিধে দেখার দায়িত্ব আমাদের।
আমাদের আমলে অনেকগুলি নতুন জেলা হয়েছে, ৬টি নতুন পুলিশ কমিশনারেট তৈরী হয়েছে। ৭৩টি মহিলা পুলিশ স্টেশন, ৮৮টি ফাস্ট ট্র্যাক কোর্ট তৈরী হয়েছে। প্রতিটি জেলায় একটা করে হিউম্যান রাইটস কোর্ট তৈরী হয়েছে। ফ্যামিলি কোর্ট, সিবিআই কোর্টও করে দেওয়া হয়েছে।