অগাস্ট ২৭, ২০১৮
উৎকর্ষ বাংলার পোর্টাল চালু করলেন মমতা বন্দ্যোপাধ্যায়

রাজ্যের যুবাদের দক্ষতা উন্নয়নের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় চালু হয়েছিল ‘উৎকর্ষ বাংলা’ প্রকল্প। এই প্রকল্পের অধীনে বছরে ৬ লক্ষ ছেলেইমেয়েকে প্রশিক্ষণ দেওয়ার লক্ষ্যমাত্রা নেওয়া হয়। এবার এই প্রকল্পের জন্য একটি উন্নত পোর্টাল চালু করলেন মুখ্যমন্ত্রী। সিলিকন ভ্যালি বাংলার ভিত্তিপ্রস্তর স্থাপনের মঞ্চ থেকে এই পোর্টাল চালু করেন তিনি।
এই পোর্টাল-টি হলো www.pbssd.gov.in । এর মাধ্যমে দক্ষতা উন্নয়নের বহুবিধ কাজ করা যাবে, যেমন – প্রার্থী নথিভুক্তকরণ, অনলাইন বায়োমেট্রিক এটেন্ডেন্স, প্রশিক্ষণের সহযোগী সংস্থা নথিভুক্তকরণ, প্রশিক্ষণ কেন্দ্রের নথিভুক্তকরণ ইত্যাদি। এই পোর্টালের মাধ্যমে আসবে স্বচ্ছতা ও অভিগম্যতা।
উল্লেখ্য, রাজ্যে ৩০টি ক্ষেত্রে ৫৭০টি প্রশিক্ষক সংস্থা ১১৯৮ টি স্বল্প-মেয়াদি প্রশিক্ষণ শিবিরে, ২৫০টি ইন্ডাসট্রিয়াল ট্রেইনিং ইন্সটিটিউটে (আই টি আই), ১৫২টি পলিটেকনিকে এবং ৩৩৯০টি কারিগরী প্রশিক্ষণ শিবিরে ৩.২৩ লক্ষ ছেলেয়েমেয়েকে প্রশিক্ষণ দিচ্ছে।
এই মুহূর্তে, বিভিন্ন স্বল্প-মেয়াদি প্রশিক্ষণ শিবিরে ৩০০ ঘন্টার প্রশিক্ষণ দেওয়া হয় যা সম্পূর্ন বিনামুল্য। যে সব ক্ষেত্রে এই প্রশিক্ষণ দেওয়া হয় সেগুলি হল: পর্যটন ও হসপিট্যালিটি ম্যানেজমেন্ট, পোষাক তৈরী, কৃষি, ঢালাইয়ের, অটোমোবাইল সার্ভিসিং এর কাজ ইত্যাদি।
পরবর্তী পর্যায়ে এই পোর্টালের মাধ্যমে অনলাইন পেমেন্ট, প্রশিক্ষণের মনিটরিং, শিল্প ইন্টারফেস, প্লেসমেন্ট এর পরে প্রার্থীর কাজের খতিয়ান, অভিযোগ এর নিষ্পত্তিকরণ ইত্যাদি করা যাবে।