ফেব্রুয়ারি ২০, ২০১৯
ডেঙ্গু সহ মশাবাহিত রোগ, প্রতিরোধে জরুরি বৈঠক মুখ্যমন্ত্রীর

ডেঙ্গু, ম্যালেরিয়া সহ মশা বাহিত রোগ প্রতিরোধে আগাম ব্যবস্থা গ্রহণ ও নাগরিকদের সচেতনতচা বৃদ্ধির লক্ষ্যে গত ১৯শে ফেব্রুয়ারি নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে এক জরুরি বৈঠক হয়। সেখানে পুরমন্ত্রী, পূর্তমন্ত্রী, খাদ্যমন্ত্রী, জনস্বাস্থ্য ও কারিগরি দপ্তরের মন্ত্রী, স্বাস্থ্য প্রতিমন্ত্রী, মুখ্যসচিব, বিধাননগর পুরসভার মেয়র সহ সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকরা উপস্থিত ছিলেন।
নবান্ন সূত্রে জানা গিয়েছে, বৈঠকে মুখ্যমন্ত্রী সমস্ত দপ্তরকে সমন্বয় রেখে মশাবাহিত রোগ প্রতিরোধে যথাযথ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। মশার উৎসস্থল রাজ্যের বিভিন্ন জলাশয়ে গাপ্পি মাছ ছাড়ার সঙ্গেই কচুরিপানা জমে যাওয়া, ময়লা জমে থাকা পুকুর-বিলগুলি সংস্কারের জন্য মৎস্য দপ্তরকে নির্দেশ দেন।
আধিকারিকদের মুখ্যমন্ত্রীর নির্দেশ, যেখানে যা কাজ চলছে, সেই কাজের জন্য তৈরি করা গর্ত বুজিয়ে ফেলতে হবে। ঠিক রাখতে হবে নিকাশি ব্যবস্থা।
এদিন সন্ধ্যায় নবান্ন থেকে বের হওয়ার সময় মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যে মেট্রো রেল, কেন্দ্রীয় পূর্ত দপ্তর এবং বন্দর কর্তৃপক্ষের সঙ্গে আরও কয়েকটি কেন্দ্রীয় সংস্থা নানা জায়গায় নির্মাণ কাজ চালাচ্ছে। সেসব জায়গাতেও মশা প্রতিরোধে কী কী ব্যবস্থা নেওয়া হচ্ছে, তা তদারকি করবেন মুখ্যসচিব নিজেই। শহর ও শহরতলির অসংখ্য পরিত্যক্ত বাড়ি রয়েছে, যা মশার আঁতুড়ঘর বলে পরিচিত, সেইসব বাড়িতে কীভাবে মশার বংশবৃদ্ধি ঠেকাতে স্থানীয় ক্লাব, অঙ্গনওয়াড়ি কেন্দ্র, আশাকর্মী ও স্বেচ্ছাসেবী সংস্থার কর্মীদের সাহায্য নেওয়া হবে।