জুলাই ১, ২০১৯
বিধানসভায় পরিবেশ রক্ষার ডাক দিলেন মুখ্যমন্ত্রী

দেশে জলসঙ্কট তীব্র আকার ধারণ করেছে। পরিবেশ বিশেষজ্ঞরা বলছেন, আগামী দিনে জলের অভাব আরও মারণ আকার ধারণ করবে। এই পরিস্থিতিতে রাজ্য বিধানসভার অধিবেশনে পরিবেশ বাঁচানোর আহ্বান জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘গ্লোবাল ওয়ার্মিং-এর কারণে পানীয় জলের সমস্যা হচ্ছে অনেক জায়গায়। এটা নিয়ে আমরা সমীক্ষা করে দেখেছি যে কয়েকটি ব্লক নিয়ে চিন্তার কারণ আছে। সেই কারণে আমাদের উপরের স্তরের জল বাড়াতে হবে। আরও বেশী করে পুকুর খনন করতে হবে।’ জলের অপচয় কমাতেও সবার কাছে আবেদন রাখেন মুখ্যমন্ত্রী। তাঁর ‘জল ধরো জল ভরো’ প্রকল্প নিয়ে আরও উদ্যোগ বাড়াতে হবে বলেও জানিয়েছেন তিনি।
এছাড়া, যে সব ক্ষেত্রে চাষের কাজে অনেক বেশী জল ব্যবহার করা হয়, সেখানে বিকল্প চাষের ক্ষেত্রে কৃষকদের উৎসাহিত করতে বিধায়কদের নির্দেশ দেন তিনি। বিধানসভায় ‘জল বাঁচাও, বিদ্যুত্ বাঁচাও, পরিবেশ বাঁচাও ‘ স্লোগান দেন মুখ্যমন্ত্রী।
নদী সংস্কারের প্রয়োজনীয়তা নিয়েও কথা বলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, যে সব নদী মজে গিয়েছে সেগুলো সংস্কারের কাজ শুরু করতে একটি রিভিউ করা হচ্ছে। আপাতত বাঁকুড়া, বর্ধমান, বীরভূম, হুগলী জেলা নিয়ে ২৭০০ কোটি টাকার এই প্রকল্প শুরু হচ্ছে বলে জানিয়েছেন তিনি। প্রসঙ্গত, কেন্দ্র নয়, রাজ্যের টাকাতেই এই কাজ হচ্ছে বলে উল্লেখ করেন তিনি।