সাম্প্রতিক খবর

জুলাই ১৮, ২০১৯

১০০ দিনের কাজে বাংলা ফের ভারতসেরা

১০০ দিনের কাজে বাংলা ফের ভারতসেরা

একশো দিনের কাজে ফের গোটা দেশের মধ্যে সেরা হল বাংলা। কেন্দ্রীয় সরকার জানিয়ে দিল, এই প্রকল্পে কেবল পয়সা খরচের ক্ষেত্রেই নয়, মানুষকে কাজ দেওয়ার ক্ষেত্রেও সফল রাজ্য হিসেবে উঠে এসেছে পশ্চিমবঙ্গের নাম। ২০১৭-১৮ এবং ২০১৮-১৯, পরপর দুটি অর্থবর্ষে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারই গোটা দেশের মধ্যে রাজ্যের বাসিন্দাদের সবচেয়ে বেশী কাজ দিয়েছে বলে জানিয়েছে কেন্দ্র।

কৃষিতে রাজ্যের পারফরম্যান্স ভালো। একইভাবে মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি আ‌‌ইন ২০০৫ (চলিত কথায় একশো দিনের কাজ) মোতাবেক ক্ষমতায় আসার পর থেকে বাংলার মানুষকে কাজ দেওয়ার পরিমাণ বাড়িয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। গ্রামোন্নয়ন মন্ত্রক জানিয়েছে, মানুষকে কাজ দেওয়ার ক্ষেত্রে ২০১৭-১৮ সালে পশ্চিমবঙ্গে যথাক্রমে ৩১ কোটি ২৫ লক্ষ ৫৫ হাজার শ্রমদিবস (পার্সনডেজ) তৈরী হয়েছে। যা গোটা দেশে সর্বোচ্চ। পরের বছরও রাজ্য সেরা। সরকারি তথ্য বলছে, ২০১৮-১৯ অর্থবর্ষে আগের হিসেব টপকে পশ্চিমবঙ্গে ৩৩ কোটি ৮৪ লক্ষ ৬৯ হাজার শ্রমদিবস তৈরী হয়েছে।

শ্রমদিবসের পাশাপাশি অর্থ খরচের ক্ষেত্রে বাংলা সহ গোটা দেশের কী অবস্থা, তা সরকারের কাছে লিখিতভাবে জানতে চেয়েছিলেন তৃণমূলের রাজ্যসভার এক সাংসদ। তারই উত্তর দিতে গিয়ে কেন্দ্রীয় কৃষি ও গ্রামোন্নয়ন মন্ত্রী জানিয়েছেন, শ্রমদিবস তৈরীর ক্ষেত্রে তো বটেই, অর্থ খরচের ক্ষেত্রেও এগিয়ে রয়েছে পশ্চিমবঙ্গ। ২০১৭-১৮ অর্থবর্ষে পশ্চিমবঙ্গ সবচেয়ে বেশী টাকা খরচ করেছিল। যার পরিমাণ ৭ হাজার ৯১৩ কোটি ১৪ লক্ষ টাকা।

বাংলার এই কাজের উৎসাহ দেখেই চলতি বছরে এখনও পর্যন্ত বাংলাকেই সবচেয়ে বেশী টাকা দিয়েছে কেন্দ্র। একশো দিনের কাজে চলতি আর্থিক বছরে ইতিমধ্যে ৩ হাজার ৯৪৮ কোটি ৯৬ লক্ষ ৯৭ হাজার টাকা দিয়েছে কেন্দ্র। শুধু তাই নয়, কেন্দ্রের দেওয়া তথ্যে দেখা যাচ্ছে, একশো দিনের কাজের ক্ষেত্রে বাংলাকে অনুসরণ করে খরচের গতি বাড়িয়েছে অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, ছত্তিশগড়, রাজস্থান, উত্তরপ্রদেশের মতো রাজ্যগুলি।

সৌজন্যেঃ বর্তমান