সাম্প্রতিক খবর

সেপ্টেম্বর ২২, ২০১৮

ডেঙ্গু সচেতনতার জন্য দুর্গাপুজো উদ্যোক্তাদের পুরস্কৃত করবে কলকাতা পুরসভা

ডেঙ্গু সচেতনতার জন্য দুর্গাপুজো উদ্যোক্তাদের পুরস্কৃত করবে কলকাতা পুরসভা

বাড়ি বাড়ি গিয়ে ডেঙ্গু বিরোধী সচেতনতা কর্মসুচী ঘিরে এবারই প্রথম স্বাস্থ্য বান্ধব শারদ সম্মান তুলে দেবে কলকাতা পুরসভা। এবছরের উৎসবের দিনগুলিতে আনন্দ ও সচেতনতা – এই দুই প্রকার মানবিক আচরণকে এক সুতোয় বাঁধতে উদ্যোগ নিল কলকাতা পুরসভা।

চণ্ডীপাঠ, অষ্টমীর অঞ্জলি, সন্ধীপুজো, ধুনুচি নাচের সঙ্গে চলবে ডেঙ্গু বিরোধী কর্মসুচী। এছাড়া, বাড়ি বাড়ি প্রচারের জন্য লিফলেট, পুস্তিকা থেকে শুরু করে প্যান্ডেলে রাখা ফ্লেক্স-হোর্ডিং সবই বিনামুল্যে সরবরাহ করবে পুরসভা।

প্রতিটি ওয়ার্ড অফিসে আবেদনের ফর্ম পাওয়া যাবে, তাছাড়া, স্বাস্থ্য কর্মীরা প্রতিটি পুজো কমিটির কাছে স্বাস্থ্য বান্ধব শারদ সম্মান আবেদনপত্র পৌঁছে দেবে। আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ২৫শে সেটেম্বর। পঞ্চমীর দিন চূড়ান্ত ফল ঘোষণা করা হবে।

পুজো মন্ডপে মশার প্রজনন বিরোধী প্রচার চালাতে হবে। ৪ ও ৫ই অক্টোবর বাড়ি বাড়ি প্রচার ও ৬ই অক্টোবর পুজো প্রাঙ্গণে ডেঙ্গু বিরোধী শিবিরের আয়োজন করতে হবে পুজো কমিটিকে। ১১ই অক্টোবর জোন অনুযায়ী সেরা দশের নাম ঘোষণা করা হবে।

সৌজন্যেঃ সংবাদ প্রতিদিন