অগাস্ট ১৩, ২০১৮
‘জামদানি শাড়ি, আম, ইলিশ মাছ- এসব কি অনুপ্রবেশকারী?’ NRC নিয়ে ফের সরব মমতা বন্দ্যোপাধ্যায়

অসমে জাতীয় নাগরিক পঞ্জীর খসড়া (NRC) নিয়ে ফের সরব হলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ বিজেপির প্রতি ফের ‘অনুপ্রবেশকারী’ মন্তব্য নিয়ে সমালোচনা করলেন তৃণমূলনেত্রী৷
অসমে নাগরিকপঞ্জী বিতর্কের মধ্যেই বাংলায় NRC ও অনুপ্রবেশকারীদের হঠানোর হুঁশিয়ারি দিয়েছে বিজেপি৷ সেই ইস্যুতেই সরব হলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ তিনি বলেন, ‘বাংলার বিখ্যাত জামদানি শাড়ি, আম, ইলিশ মাছ৷ এসব কি অনুপ্রবেশকারী? মায়ের জন্মের শংসাপত্র দেখাতে পারব না৷ তাহলে কি আমার মা ছিল না?’
একইসঙ্গে বিজেপিকে বাংলাবিরোধী আখ্যা দিয়ে তৃণমূলনেত্রী প্রশ্ন তোলেন, ‘অসমে নাগরিকপঞ্জিতে ৪০ লক্ষ মানুষের নাম বাদ ৷ এঁদের মধ্যে ৩০ শতাংশ বাঙালি ৷ বাঙালির প্রতি বিজেপির এত বিদ্বেষ কেন?’