ফেব্রুয়ারি ১৯, ২০১৯
বাংলার মুকুটে নতুন পালক - রাষ্ট্রসংঘের পুরস্কারের দাবিদার 'উৎকর্ষ বাংলা'

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় চালু হওয়া দক্ষতা উন্নয়নের প্রকল্প ‘উৎকর্ষ বাংলা’ এখন বিশ্ব বন্দিত। রাষ্ট্রসংঘের সংস্থা আইটিইউ আয়োজিত ডব্লুএসআইএস পুরস্কারে বাংলার এই প্রকল্পকে ‘চ্যাম্পিয়ন প্রজেক্ট’ ঘোষণা করা হয়েছে।
১৮টি বিষয়ে বিশ্বজুড়ে ১০৬২ মনোনয়ন জমা পড়ে। ২০ লক্ষেরও বেশি ভোট জমা পড়ে। ‘ক্যাপাসিটি বিল্ডিং’ বিভাগে ১৪৩টি প্রকল্পের মধ্যে থেকে সেরা পাঁচটিতে বাংলার এই প্রকল্প।
আগামী ৯ই এপ্রিল জেনেভায় আইটিইউ এর সদর দপ্তরে একটি আনুষ্ঠানিকভাবে বিজয়ীর নাম ঘোষণা করা হবে।