অগাস্ট ১, ২০১৮
অসাংবিধানিকভাবে অর্থ কমিশনের কাজেও হস্তক্ষেপ করছে কেন্দ্র: অমিত মিত্র

পঞ্চদশ অর্থ কমিশনের ‘টার্মস অ্যান্ড রেফারেন্স’ তৈরিতে কেন্দ্রীয় সরকার চাপ দিচ্ছে বলে অভিযোগ করলেন অর্থমন্ত্রী অমিত মিত্র।
মঙ্গলবার বিধানসভায় অমিত মিত্র বলেন, “কীভাবে অর্থ কমিশন কাজ করবে, অসাংবিধানিকভাবে কেন্দ্রীয় সরকার তার উপর নির্দেশ জারি করছে। তারাই ঠিক করে দিচ্ছে অর্থ কমিশনের টার্মস অ্যান্ড রেফারেন্স কী হবে। কেন্দ্রীয় সরকার সরাসরি হস্তক্ষেপ করছে, যা আগে কখনও হয়নি। আমরা তাই রাষ্ট্রপতির কাছে দরবার করেছি।”
২০১১’র জনসংখ্যাকে ভিত্তি করায় আমাদের রাজ্যের ক্ষতি দাঁড়াবে ৩৫,৮৪৯ কোটি টাকা। সেই সঙ্গে ২০২০ থেকে ২০২৫ পর্যন্ত আমাদের ঋণ শোধের পরিমাণ দাঁড়াবে ৩ লক্ষ ৬০ হাজার ৫১০ কোটি টাকা।
পার্থ চট্টোপাধ্যায় বলেন, “পঞ্চদশ অর্থ কমিশন রাজ্যে যখন এসেছে, তখন দলের পক্ষ থেকে আমি আর ফিরহাদ হাকিম গিয়ে দেখা করেছি। মুখ্যমন্ত্রী আর অর্থমন্ত্রী রাজ্যের দাবিদাওয়া তুলে ধরেছেন।”
কী ধরনের বঞ্চনা চলছে, তার পরিসংখ্যান তুলে ধরে অমিত মিত্র বলেন, “কেন্দ্রীয় সরকার যেভাবে অর্থ কমিশনের কাছে হস্তক্ষেপ করছে, তা অনভিপ্রেত। বিজেপি শাসিত নয়, এমন রাজ্যগুলির বরাদ্দ কমিয়ে দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে। আর সে কারণেই ২০১১ সালের জনগণনাকে ভিত্তি ধরা হয়েছে।”
সৌজন্যে: বর্তমান