ফেব্রুয়ারি ২৬, ২০১৯
উৎসেই জঞ্জাল আলাদা হবে সব ওয়ার্ডেই

গৃহস্থ তাঁর নিজের বাড়িতেই শুরু করুন জঞ্জাল আলাদা করে ফেলার কাজ। পচনশীল জঞ্জাল সবুজ বালতিতে ফেলুন, সাদা বালতিতে ফেলুন অচনশীল আবর্জনা। এ কথা জানিয়ে কলকাতা পুরসভার পক্ষ থেকে গত ২০শে ফেব্রুয়ারি শহরের আরও ২০টি ওয়ার্ডের বাসিন্দাদের হাতে সবুজ ও সাদা রংয়ের বালতি তুলে দেওয়া হয়েছে।
আগে সাতটি ওয়ার্ডে পরীক্ষামূলক ভাবে এই ব্যবস্থা চালু করা হয়েছিল। এ বার মোট ২৭টি ওয়ার্ড কলকাতা পুরসভার ‘উৎস থেকে জঞ্জাল বিভাজন’ পরিকল্পনার আওতায় চলে এসেছে।
কলকাতার নতুন মেয়র হওয়ার পর এটাই কঠিন বর্জ্য প্রক্রিয়াকরণের ক্ষেত্রে প্রথম পদক্ষেপ। পুরসভার বক্তব্য, এক সঙ্গে সব আবর্জনা জঞ্জাল গাদায় না ফেলে সে সব বাড়িতেই আলাদা করে ফেলতে হবে।
অতীতে এই উদ্দেশ্যে শহরের সাতটি ওয়ার্ডের বাসিন্দাদের সবুজ ও সাদা বালতি দেওয়া হয়েছিল। এ দিন সেই বালতি দেওয়া হল আরও ২০টি ওয়ার্ডের বাসিন্দাদের। মেয়র বলেন, প্রতি তিন মাস অন্তর নতুন ২০টি করে ওয়ার্ডকে এই পরিকল্পনার আওতায় নিয়ে আসব।
সৌজন্যেঃ এই সময়
ফাইল চিত্র