ফেব্রুয়ারি ৬, ২০১৯
বিনিয়োগের সেরা গন্তব্য বাংলা
বিনিয়োগের গন্তব্য হিসেবে বাংলার বেশ কিছু সুবিধা আছে। কয়েকটি উল্লেখযোগ্য বিষয় তুলে ধরা হলঃ
অবস্থানগত সুবিধাঃ
- দক্ষিণ-পূর্ব এশিয়া এবং উত্তর-পূর্ব ভারতের প্রবেশপথ
- বাংলাদেশ, নেপাল ও ভুটানের সঙ্গে আন্তর্জাতিক সীমানা
- সিঙ্গাপুর, থাইল্যান্ড এবং মালয়েশিয়ার মত এশিয়ার প্রগতিশীল হাবের সঙ্গে উন্নতমানের যোগাযোগব্যবস্থা
- ঝাড়খণ্ড, উড়িশ্যা এবং ছত্তিশগড়ের সঙ্গে পাশাপাশি অবস্থান
- প্রাকৃতিক সৌন্দর্যঃ হিমালয়, ডুয়ার্স, নদীর পাশের ব-দ্বীপ, সুন্দরবন এবং সুন্দর সৈকত
উন্নত পরিকাঠামো
- দেশের তৃতীয় বৃহৎ সড়ক যোগাযোগ ব্যবস্থা – ৩.১৫ লক্ষ কিলোমিটারের বেশী
- ভৌগলিক সামুদ্রিক সুবিধা- ৯৫০ কিলোমিটার সমুদ্রতট
- দুটি আন্তর্জাতিক বিমানবন্দর- কোলকাতা ও বাগডোগরা
- অন্ডালের নতুন বিমানবন্দর নতুন হাবের জন্য সম্ভাবনাময় কারণ এটি খনিজ সম্পদে ভরপুর স্থানের কাছে অবস্থান করছে
- ব্যাপ্তি, গভীরতা এবং আন্তঃদেশীয় জলপথে ভরা
- ৪০০০ কিলোমিটার রেলপথ
- দেশের দ্বিতীয় বৃহত্তম মেট্রো রেল যোগাযোগ ব্যবস্থা
দেশের এগিয়ে চলার চালনশক্তি
- উন্নতমানের বিদ্যুতের সব থেকে বেশী যোগান দেওয়া হয়
- ক্ষুদ্র, কুটির শিল্পে ব্যাঙ্ক ঋণের পরিমাণ সব থেকে বেশী
- দেশের সব থেকে বেশী আনাজ উৎপাদক
- দেশের দ্বিতীয় স্থানে চা উৎপাদনের দিক থেকে
- খনিজ উৎপাদনে দেশের তৃতীয় স্থানে
- কোনও কর্মদিবস নষ্ট হয়নি
- প্রথম মেট্রো শহর যা ওয়াই ফাই এবং ৪জি নেটওয়ার্কে যুক্ত
এই সব প্রাকৃতিক ও ভৌগলিক সুবিধার যথাযথ সুযোগ নেওয়ার জন্য তৃণমূল কংগ্রেস যথাযথ পলিসি নিয়েছে। সেগুলি তুলে ধরা হলঃ
উল্লেখযোগ্য সংস্কার
- নির্দিষ্ট সময়সীমায় পরিষেবা প্রদান রাইট টু পাবলিক সার্ভিসেস অ্যাক্টে
- সিঙ্গল উইন্ডো অ্যাক্টের মাধ্যমে এক জানলা ব্যবস্থা
- সেলফ ডিক্লারেশন এবং সেলফ ক্ল্যারিফিকেশন শুরু করা
- হোয়াইট এবং এক্সেমটেড তালিকার কোনও ব্যবসা করতে কোনও ছাড়পত্রের প্রয়োজন নেই
অনলাইন ওয়েব নির্ভর তথ্যের প্রচার - ই-পরিষেবা এবং এক জানলা ব্যবস্থা বাণিজ্যের জন্য
- প্রতি জেলায় ইন্ডাস্ট্রি ফেসিলিটেশন কেন্দ্র খোলা
- বিভিন্ন কাজের সহজীকরন – নথিপত্রের সংখ্যা কমানো এবং বিকেন্দ্রীকরণ
জিআইএস ম্যাপ
ব্যবসার সহজীকরণ
- এক জানলা ব্যবস্থা শুরু করা হয়েছে
- একটি এক জানলা পোর্টাল ব্যাবসার অনুমোদনের জন্য – www.silpasathi.in
- নির্দিষ্ট সময়ে পরিষেবা প্রদান
- স্বচ্ছতা এবং তথ্যের সহজলভ্যতা
- পরিষেবা প্রদানের জন্য ই-প্ল্যাটফর্ম তৈরী করা হয়েছে
- ইন্সেন্টিভের জন্য অনলাইন আবেদন
এই সব নীতি চালু করার ফলে রাজ্য সরকার অনেক পুরষ্কার জিতেছে গত কয়েক বছরে। কয়েক ক্ষেত্রে দেশের সেরা হয়েছে বাংলা।
প্রাপ্ত পুরষ্কারঃ
- ২০১৭-১৮ সালের জাতীয় ই-গভর্ন্যান্স পুরষ্কার পেয়েছে ই-আবগারি দপ্তরে
- ২০১৪-১৫ সালে জাতীয় ই- গভর্ন্যান্স পুরষ্কার পেয়েছে ই-ট্যাক্সেসনে
- ২০১৫ সালের সিআসআই নিহিলেন্ট পুরষ্কার পায় ইন্টিগ্রেটেড ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট সিস্টেমের জন্য
- রাজ্য সরকার পরপর পাঁচবার কৃষি কর্মন পুরষ্কার পেয়েছে ডাল, খাদ্যশস্য, চাল, তৈলবীজ, মিলেটয় শস্য উৎপাদনের জন্য।
দেশে প্রথম:
- রিজার্ভ ব্যাঙ্কের ই-কুবেরের সঙ্গে সংযুক্তিকরণ
- সরকারি রাজস্বের আন্তঃ হস্তান্তর
- খরচের নিরিখে ১০০ দিনের কাজে কর্মদিবস তৈরী
- ২০১১-১২ থেকে গ্রামীণ আবাসে খরচ ১৮৩৬১ কোটি টাকা
- বিজনেস রিফর্মস অ্যাকশন প্ল্যান ২০১৭র ১০০ শতাংশ বাস্তবায়ন