September 15, 2017
ADB to give Rs 14 crore to KMC for traffic and safety management in city

Satisfied with the all-round development work by the Kolkata Municipal Corporation (KMC) in the city, the Asian Development Bank (ADB) will be providing a grant of Rs 14 crore for traffic and safety management.
Kolkata Mayor expressed optimism that the safety and security aspects in Kolkata would witness a sea change, as the city police will be utilising the funds to bring every nook and corner under CCTV surveillance.
It has been planned that the CCTVs installed in the city will be wi-fi enabled and connected with the central server at the police headquarters in Lalbazar. This will help in curbing untoward incidents and also in enhancing the quality of traffic management in the city.
With the money now available from ADB, the KMC along with Kolkata Police will be able to fast track their project of Security Safety App.
Once implemented, a person within the wi-fi enabled area can directly send videos or stills from a problematic area through this app which can be seen at the control room. This will help us to see the real time situation on our own and we will be able to plan quickly the strength that needs to be deployed in that area. Petty crimes like snatching often take place in the lanes and bylanes of the city. The police will be able to put a leash on such activities if CCTVs are installed in strategic locations.
ভালো কাজের ইনাম পেয়ে শহরের নিরাপত্তা ঢেলে সাজাবে পুরসভা
এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক-এর টাকায় শহরের নিরাপত্তা নতুন করে সাজতে চলেছে, জানালেন মেয়র।
মেয়র বলেন, “এডিবি’র টাকায় শহরের একাধিক কাজ হচ্ছে। সেই কাজ নিয়ে উচ্ছ্বসিত এডিবি প্রতিনিধি দল। তাইতাদের সিটি সেফটি অ্যাপ প্রকল্পের আওতায় কলকাতাকে অনুদান দেওয়ার কথা জানিয়েছে। প্রাথমিক পর্যায়ে দুই মিলিয়ন ডলার(প্রায় ১৪ কোটি) টাকা দেবেন তারা। কলকাতা পুলিশ কমিশনারকে দ্রুত ডিপিআর জমা দেওয়ার জন্য বলেছি। ডিপিআর জমা দিলেইএই প্রকল্পকে বাস্তবায়িত করা হবে। এতে একদিকে যেমন শহরের নিরাপত্তা সুনিশ্চিত হবে তেমনই ট্রাফিক ম্যানেজমেন্টেরকাজ করা যাবে। একটি অ্যাপও তৈরি করা হবে।”
পুরসভা সূত্রে খবর, সিটি সেফটি এই প্রকল্পের আওতায় শহরের রাজপথ থেকে অলিগলিতে বসানো হবে কয়েক হাজার সিসিটিভি।যার মাধ্যমে শহরের যে কোনও অপরাধের ছবি পৌঁছে যাবে লালবাজার কন্ট্রোল রুমে। একইসঙ্গে শহরের যান নিয়ন্ত্রণও অনেকসহজ হবে পুলিশের পক্ষে।
এডিবি’র টাকায় এবার সেই পরিষেবা যদি শহরে করা যায় তাহলে প্রতিমুহূর্তের ‘ওয়াইফাই এনাবেল’ সিসিটিভি থেকেঅপরাধের ‘লাইভ ফুটেজ’ পৌঁছে যাবে লালবাজারে।