অগাস্ট ২৯, ২০১৮
রাজ্য সরকারের ক্রীড়া ও যুবকল্যাণ দপ্তরের যুবকল্যাণ শাখার সাফল্য

তৃণমূল কংগ্রেস পরিচালিত রাজ্য সরকারের রাজ্য সরকারের ক্রীড়া ও যুবকল্যাণ দপ্তরের যুবকল্যাণ শাখা গত সাত বছরে বেশ কিছু উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে।
কিছু প্রাথমিক সাফল্য তুলে ধরা হলঃ
যুব হোস্টেল-১৮টি যুব হোস্টেল সংস্কার করা হয়েছে। আরও ৮টি নতুন যুব হোস্টেল তৈরী করা হয়েছে। এছাড়া আরও ১৭টি যুব হোস্টেল নির্মীয়মাণ।
ক্লাবকে অনুদান-১৮০০০ এরও বেশী ক্লাব ও অন্যান্য সংস্থাকে খেলাধুলা ও খেলাধুলার উন্নতির জন্য ২০১৪-১৫ থেকে আর্থিক অনুদান দেওয়া শুরু হয়েছে।
ফুটবল বিতরণ-২০১৭তে রাজ্যতে অনুষ্ঠিত ফিফা অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপের কথা মাথায় রেখে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ও ক্লাবে ১.২৫ লক্ষ ফুটবল বিতরণ করা হয়েছে।
খেলার মাঠের সংস্কার ও উন্নয়ন-৩৭৩টি স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় এবং ক্লাবকে আর্থিক অনুদান দেওয়া হয়েছে খেলার মাঠের সংস্কার ও উন্নয়নের জন্য।
মাল্টি জিম তৈরী-৩০০০ স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ও ক্লাবকে মাল্টি জিম তৈরী করতে আর্থিক অনুদান দেওয়া হয়েছে।
মিনি ইন্ডোর গেম কমপ্লেক্স নির্মাণ-৬৩৫টিরও বেশী স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ও ক্লাব ও সংস্থাকে আর্থিক সাহায্য করা হয়েছে মিনি ইন্ডোর গেম কমপ্লেক্স নির্মাণ করতে।
মেলা ও উৎসব-
- সংস্কৃতির ক্ষেত্রে নতুন প্রতিভা তুলে আনতে রাজ্য জুড়ে তিনটি স্তরে ওয়েস্ট বেঙ্গল স্টেট স্টুডেন্ট ইয়ুথ ফেস্টিভ্যাল পালন করা হয়।
- সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে রাখিবন্ধন উৎসব পালন করা হয়। এই দিনটিকে ‘সম্প্রীতি দিবস’ হিসেবে পালন করা হয়।
- স্বামী বিবেকানন্দের জন্মদিবস উপলক্ষে জানুয়ারি মাসের ১০ থেকে ১২ তারিখ বিবেক চেতনা উৎসব আয়োজন করা হয়।
- নেতাজী সুভাষ চন্দ্র বসুর জন্মদিবস উপলক্ষে জানুয়ারি মাসের ২২ ও ২৩ তারিখ সুভাষ উৎসব আয়োজন করা হয়।
- বাম আমলে মাওবাদী অধ্যুষিত জঙ্গলমহল অঞ্চলে জঙ্গলমহল উৎসবের আয়োজন করা হয়।
- বিজ্ঞান মনস্কতা এবং নতুন প্রতিভা তুলে আনতে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে দুই স্তরে ওয়েস্ট বেঙ্গল স্টেট স্টুডেন্ট ইয়ুথ সায়েন্স ফেয়ার আয়োজন করা হয়।
- যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র-বিভিন্ন বেসরকারি সংস্থার সহযোগিতায় রাজ্যে প্রায় ১০০০টি যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র চালু আছে।
- বৃত্তিমূলক প্রশিক্ষণ-কারিগরি শিক্ষা, প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন দপ্তরের সহযোগিতায় জীবিকামুখী বৃত্তিমূলক প্রশিক্ষণ দেওয়া হয়। এখনও পর্যন্ত ৪০০০এরও বেশী মানুষকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
পর্বতারোহণ ও অ্যাডভেঞ্চার স্পোর্টস-
- যুবদের মধ্যে পর্বতারোহণ ও অ্যাডভেঞ্চার স্পোর্টসকে উৎসাহ দিতে বিশেষ পদক্ষেপ নেওয়া হয়েছে।
- ২০১১ থেকে এখনও পর্যন্ত ২০জন অসামরিক ব্যাক্তি মাউন্ট এভারেস্টে উঠেছেন। সেখানে ১৯৪৭ থেকে ২০১১ পর্যন্ত মাত্র ২জন পর্বতারোহণ করেছিলেন।
- দুটি পুরস্কার চালু করা হয়েছেঃ রাধানাথ শিকদার তেঞ্জিং নোরগে অ্যাডভেঞ্চার পুরস্কার শুরু করা হয়েছে। এই পুরস্কারে রয়েছে পুরস্কার ও ১ লক্ষ টাকার চেক। এখনও পর্যন্ত ২০ জনকে এই পুরস্কার দেওয়া হয়েছে। ছন্দা গায়েন ব্রেভারি পুরস্কার, এতে আছে পুরস্কার ও ৭৫০০০টাকা। এখন পর্যন্ত চারজন মহিলা এই পুরস্কার পেয়েছে।
- বাংলা যুব কেন্দ্র-সুস্থ সামাজিক ও সাংস্কৃতিক বাতাবরন গড়ে তুলতে সংস্থা তৈরী করা হয়েছে। ছাত্র যুবদের উন্নয়নের জন্য ব্লক, পুরসভা ও জেলা স্তরে স্বেচ্ছাসেবক নিযুক্ত করা হয়েছে।
প্রাক্তন অলিম্পিয়ানদের আর্থিক সহায়তা-রাজ্যের সমস্ত প্রাক্তন অলিম্পিয়ানদের মাসিক ১২০০০ টাকা করে পেনশন দেওয়া হয়।