সাম্প্রতিক খবর

সেপ্টেম্বর ২৭, ২০১৮

সাত বছরে অভাবনীয় সাফল্য পর্যটন দপ্তরের

সাত বছরে অভাবনীয় সাফল্য পর্যটন দপ্তরের

তৃণমূল কংগ্রেস পরিচালিত বাংলা সরকারের উদ্যোগে রাজ্য পর্যটন দপ্তর খুব তৎপরতার সঙ্গে বাংলার পর্যটন কেন্দ্রগুলির প্রচার করছে।

রাজ্য পর্যটন দপ্তর গত সাত বছরে অনেক নতুন পর্যটন কেন্দ্র তৈরী করেছে। এছাড়াও বর্তমান পর্যটন কেন্দ্রগুলির পরিকাঠামো উন্নয়নেও মনোনিবেশ করেছে। নিত্যনতুন পর্যটন ব্যবস্থা, যেমন, ইকো-ট্যুরিজম, চা-পর্যটন, হোমস্টে-পর্যটনকে উৎসাহিত করা হচ্ছে। বিভিন্ন জায়গায় হোমস্টে পর্যটন স্থানীয় অর্থনীতির উন্নয়নের সহায়ক হয়ে উঠেছে।

এক নজরে দেখে নিন গত সাত বছরের সাফল্য:

নতুন নীতির প্রকাশ

গত সাত বছরে তৃণমূল কংগ্রেস সরকার নতুন পর্যটন নীতি প্রনয়ন করেছে, যার ফলে বাংলায় পর্যটনের প্রসার ঘটেছে। পর্যটনের পরিকাঠামো তৈরীতেও এই সকল নীতির গুরুত্বপূর্ণ ভুমিকা রয়েছে। বিশেষ উদ্যোগ – যেমন চা-পর্যটন এবং হোমস্টে পর্যটনের – বিপুল সম্ভাবনার প্রচার করা হচ্ছে। নতুন নীতিগুলি হল:

  • ওয়েস্ট বেঙ্গল ইন্সেন্টিভ পলিসি ২০০৮, ২০১৫ তে পাল্টানো হয়
  • টি ট্যুরিজম পলিসি, ২০১৩
  • ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম পলিসি, ২০১৬
  • ওয়েস্ট বেঙ্গল হোম স্টে ট্যুরিজম পলিসি, ২০১৭
  • ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম পলিসি, ২০১৮

 

জেলাভিত্তিক পর্যটন উন্নয়ন কমিটি তৈরী

জেলাভিত্তিক পর্যটন উন্নয়ন কমিটি তৈরী করা হয়েছে। বিভিন্ন নতুন পর্যটন প্রকল্পের প্রস্তাব দেওয়া, বাস্তবায়ন করা ও কাজের দেখভাল করার জন্য কাজ করবে এই কমিটিগুলি। স্থানীয় আধিকারিকদের অনেক দায়িত্ব দেওয়া হয়েছে যার ফলে প্রকল্পের বাস্তবায়ন যেমন দ্রুত হয়েছে, তেমনই প্রকল্পগুলির রক্ষণাবেক্ষণও হচ্ছে।

অতিথি আবাস

ঝাড়গ্রাম রাজবাড়ি, রাঙাবিতান, বাতাবাড়ি সহ নতুন পর্যটক আবাস তৈরী করা হয়েছে। ২০১১ সালে ২৫টি আবাস থেকে বেড়ে হয়েছে ৩২।

অতিথিসেবার কোর্স

দুর্গাপুরে রাজ্য সরকার স্টেট ইন্সটিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট নির্মাণ করেছে। দক্ষতাসম্পন্ন কর্মী তৈরীর উদ্দেশ্যে এখানে ন্যাশানাল কাউন্সিল অফ হোটেল ম্যানেজমেন্ট অ্যান্ড ক্যাটারিং টেকনোলজি অনুমোদিত পাঠ্যক্রম পড়ানো হয়।

নতুন প্যাকেজ

অনেক নতুন পর্যটন প্যাকেজ শুরু করা হয়েছে। পর্যটকের সংখ্যা ক্রমান্বয়ে বাড়াতে এই প্যাকেজগুলি খুবই উপযোগী হয়ে উঠেছে। এই প্যাকেজগুলো হল:

  • বীরভূমের শক্তি ট্রেল
  • টি চিয়ার্স (এসি ভল্ভো বাসে করে ডুয়ার্সসহ পাহাড়ে পর্যটন)
  • ওয়াইল্ড ওয়ান্ডার্স (এসি ভল্ভো বাসে করে ডুয়ার্স পর্যটন)
  • এক্সোটিক সুন্দরবন সাফারি (বনি ক্যাম্প এবং কলস দ্বীপ ব্যাঘ্র প্রকল্প)
  • ইলিশ উৎসব (কোলকাতার হুগলী নদীর পাড়ে জলযান)
  • কলকাতার চার্চগুলিতে ও মধ্যরাতে ব্যান্ডেল চার্চে বড়দিনের প্যাকেজ
  • কলকাতায় নতুন শারদোৎসব প্যাকেজ
  • বিভিন্ন জেলায় শারদোৎসব প্যাকেজ-বীরভূম (সুরুল রাজবাড়ি), রাড় বঙ্গ (বরশুল অ্যান্ড গুশকরা), হুগলী, বহরমপুর, বিষ্ণুপুরে বিজয়া প্যাকেজ।
  • রাজ্যের অতিথি ও বিশেষ অতিথিদের জন্য বিশেষ প্যাকেজ।

 

বিশেষ অনুষ্ঠান

আরও বেশী সংখ্যক পর্যটককে আকর্ষণ করতে রাজ্য সরকার অনেক অনুষ্ঠান করে। এর ফলে রাজ্যে পর্যটনের নতুন দিগন্ত খুলে গেছে। উৎসবগুলি হলঃ

  • রেড রোডে দুর্গাপুজো বিসর্জনের কার্নিভ্যাল
  • পার্ক স্ট্রীটে খ্রীস্টমাস উৎসব
  • বিষ্ণুপুর সঙ্গীত মেলা
  • দীঘা বীচ ফেস্টিভ্যাল
  • বিবাদী বাগের লালদীঘিতে ‘দেখো রে’
  • ঝাড়গ্রামে হুল উৎসব
  • বর্ধমানে মাটি উৎসব

 

জেলায় জেলায় বিভিন্ন প্রকল্প

রাজ্যের প্রতিটি জেলায় পর্যটন কেন্দ্রগুলির প্রচারের জন্য অনেক নতুন প্রকল্প হাতে নেওয়া হয়েছে । পরিকাঠামো তৈরী করে অনেক নতুন পর্যটন কেন্দ্র তৈরী করা হয়েছে।

নতুন উদ্যোগ

  • দুটি লাক্সারি কর্পোরেট হাউসবোট চালু হয়েছে।
  • এই দপ্তরের পর্যটক আবাসগুলিকে থ্রী স্টার পর্যায়ে উন্নীত করা হয়েছে।
  • পথসাথী মোটেলগুলি এখন পর্যটন দপ্তর দেখাশোনা করে।
  • চন্দননগরে নতুন পর্যটনের সুবিধা চালু হয়েছে।
  • বীরভূম জেলায় বাউল বিতান এবং বাউল আকাদেমি তৈরী হয়েছে।
  • বীরভূম জেলার বোলপুরে খোয়াই অঞ্চলের প্রচার হচ্ছে।
  • বাগডোগরায় কেজো পর্যটনের সুবিধা শুরু হয়েছে।
  • শ্রীরামপুরের ডেনমার্ক টাভার্ন সংস্কার করা হয়েছে।

 

প্রচার কর্মসুচী

বাংলাকে বিশ্বের দরবারে এক অনন্য পর্যটন গন্তব্য হিসেবে তুলে ধরতে নানা প্রচারমূলক কর্মসূচি গ্রহণ করে রাজ্য পর্যটন দপ্তর। চিরাচরিত গন্ডির বাইরে গিয়ে এই প্রচারে লেগেছে অভিনবত্বের ছোঁয়া:

  • দপ্তরের ওয়েবসাইটকে নতুনভাবে তৈরী করা হয়েছে।
  • দুর্গা পুজোর প্রচারে আরেকটি পৃথক ওয়েবসাইট ও অ্যাপ তৈরী করেছে এই দপ্তর।
  • ডিজিটাল মাধ্যম, ইলেক্ট্রনিক মাধ্যম, আন্ড্রয়েড, প্রিন্ট মাধ্যম এবং আউটডোর হোর্ডিং, ব্র্যান্ডিংএর মাধ্যমে দেশে ও বিদেশে ৩৬০ ডিগ্রী প্রচার চালানো হচ্ছে।
  • বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণ করে এবং দেশে বিদেশে অনেক রোডশো আয়োজিত করে বাংলার পর্যটনের প্রচার করা হচ্ছে।