সাম্প্রতিক খবর

সেপ্টেম্বর ১৫, ২০১৮

রাজ্য সড়কে ২০টি এসি যাত্রী প্রতীক্ষালয় গড়ছে রাজ্য সরকার

রাজ্য সড়কে ২০টি এসি যাত্রী প্রতীক্ষালয় গড়ছে রাজ্য সরকার

রাজ্য সড়কে এবার বাতানুকূল যাত্রী প্রতীক্ষালয় তৈরী করবে রাজ্য পূর্ত দপ্তর। প্রতিটি যাত্রী প্রতীক্ষালয়ে ২০ জন যাত্রী বসতে পারবে, এমনটাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে নবান্নে।

কলকাতা সহ দুই ২৪ পরগনার প্রায় সব রাস্তায় বাস স্টপেজ তৈরী হয়েছে। তবে পূর্ত দপ্তরের উদ্যোগে শীতাতপ নিয়ন্ত্রিত প্রতীক্ষালয় এই প্রথম হবে। যাত্রী পরিষেবা উন্নত করার লক্ষ্যেই এই পদক্ষেপ নেওয়া হচ্ছে।

পর্যায়ক্রমে সব রাজ্য সড়কেই এই কাজ হবে। রাজ্য সরকারের লোগো ‘ব’ চিহ্নিত এই অত্যাধুনিক যাত্রী প্রতীক্ষালয় তৈরী করতে প্রাথমিকভাবে খরচ হবে ২ লক্ষ টাকার কাছাকাছি। প্রতিটি যাত্রী প্রতীক্ষালয়ের দেওয়ালে থাকবে মনোরম ল্যান্ডস্কেপ। অন্তত ১০০ র বেশি যাত্রী প্রতীক্ষালয় তৈরীর পরিকল্পনা রয়েছে রাজ্যের।

শুধু রাজ্য সড়কে নয়, জাতীয় সড়কেও যাত্রী প্রতীক্ষালয় তৈরীর চিন্তাভাবনা রয়েছে রাজ্য সরকারের।

সৌজন্যে: সংবাদ প্রতিদিন