সেপ্টেম্বর ৩, ২০১৮
জেলায় জেলায় এমএসএমই সিনার্জি, উদ্যোগে রাজ্য

মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের নির্দেশ মত জেলার জেলায় এমএসএমই সিনার্জি আয়োজিত করার উদ্যোগ নিল ক্ষুদ্র ও মাঝারি শিল্প এবং বস্ত্র দপ্তর। বিভিন্ন জেলার ক্লাস্টার বা গোষ্ঠী বানিয়ে ৮ টি এমএসএমই সিনার্জি আয়োজিত করার সিদ্ধান্ত নিয়েছে দপ্তর। এর ফলে লাভবান হবেন ক্ষুদ্র ব্যবসায়ীরা।
এছাড়াও, এই সিনার্জিগুলি দিনক্ষণ, নবান্নের আধিকারিকদের জেলা পরিদর্শন এবং এক জানালা ভিডিও কনফারেন্স এর সময়সূচি সংক্রান্ত একটি ক্যালেন্ডার তৈরী করবে দপ্তর। জেলার ক্ষুদ্র ব্যবসায়ীদের ব্যবসা বাড়ানোর সুযোগ করে দিতেই এই উদ্যোগ।
সম্প্রতি অনুষ্ঠিত স্টেট এমএসএমই কনক্লেভে মুখ্যমন্ত্রীর নির্দেশ ছোট উদ্যোক্তাদের সহায়তা প্রদান করার লক্ষ্যে একটি রোডম্যাপ তৈরী করার পরিকল্পনা করা হয়েছে দপ্তরের তরফে।
দপ্তর সূত্রে খবর, প্রতি তিন মাস অন্তর জেলায় জেলায় ক্লাস্টার তৈরী করে এই সিনার্জিগুলি আয়োজিত হবে। দপ্তরের অতিরিক্ত মুখ্যসচিব থেকে শুরু করে ওই অঞ্চলের শিল্পোন্নয়ন আধিকারিক আলোচনার জন্য উপস্থিত থাকবেন।
পরিকল্পনা নেওয়া হয়েছে যে প্রত্যেক মাসে দপ্তরের যুগ্ম-অধিকর্তা অন্তত একটি জেলা পরিদর্শনে যাবেন। এক-একজন যুগ্ম-অধিকর্তা চারটি জেলার দায়িত্বে থাকবেন।
এক জানালা ভিডিও কনফারেন্সের তারিখও চূড়ান্ত করা হয়েছে। এমএসএমই ক্ষেত্রে রপ্তানি বাড়াতে বিভিন্ন পদক্ষেপ গ্রহন করা হবে দপ্তরের তরফে।