জুলাই ২৬, ২০১৯
আজ সুপুষ্টি দিবস ও অন্নপ্রাশন দিবস পালন করছে রাজ্য সরকার

আজ ‘সুপুষ্টি দিবস’ ও ‘অন্নপ্রাশন দিবস’ পালন করছে রাজ্য সরকার। এখন থেকে প্রতি মাসের চতুর্থ শুক্রবার পালিত হবে ‘সুপুষ্টি দিবস’ এবং প্রতি তিন মাস অন্তর চতুর্থ শুক্রবার পালিত হবে ‘অন্নপ্রাশন দিবস’ হিসেবে। এই উৎসব পালন করবে মহিলা ও শিশু উন্নয়ন দপ্তর।
‘সুপুষ্টি দিবস’ অনুষ্ঠানটি পালন করা হবে গর্ভবতী মহিলাদের উদ্দেশ্যে যেখানে সেই মহিলার স্বামী ও শাশুড়িকেও আমন্ত্রণ জানানো হবে। এই অনুষ্ঠান উদযাপিত হবে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে।
অন্নপ্রাশন দিবস অনুষ্ঠানটি ছয় থেকে ন-মাসের শিশুদের পরিপূরক খাদ্যের উদ্দেশ্যে পালিত হবে।
তৃতীয় বিশ্বের অন্যতম গুরুতর সমস্যা, অপুষ্টি। এই অপুষ্টি দূর করতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেসব উদ্যোগ নিয়েছেন, এই অভিনব দুটি প্রকল্প তারই অংশ।
যে কোনো মানুষের শৈশব ও তার বেড়ে ওঠার ক্ষেত্রে পুষ্টি খুবই গুরুত্বপূর্ণ। এইসময় তার সুস্বাস্থ্য গড়তে পুষ্টির দিকে লক্ষ্য রাখা খুবই জরুরী। এই প্রকল্প দুটিকে সফল করতে ব্লক স্তরে সচেতনতা খুবই প্রয়োজনীয়।