সেপ্টেম্বর ২৮, ২০১৮
‘নিজশ্রী’ প্রকল্পের জন্য বিভিন্ন জেলার ১২টি জায়গা চিহ্নিত

সবার মাথার উপরে ছাদ থাকুক, এটাই চান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই লক্ষ্যেই সকলের জন্য ‘নিজশ্রী’ প্রকল্প চালু করেছেন তিনি। গোটা রাজ্যেই এই প্রকল্প তৈরী হবে। এর জন্য এখনও পর্যন্ত জেলা শহরগুলিতে ১২টি জায়গাকে চিহ্নিত করা হয়েছে।
মুখ্যসচিবের নেতৃত্বাধীন প্রজেক্ট মনিটরিং কমিটি ১২টি জায়গাকে চিহ্নিত করেছে। সেগুলি হল দুর্গাপুর, আসানসোল, শিলিগুড়ি-ডাবগ্রাম, জলপাইগুড়ি, কোচবিহার, হলদিয়া, অশোকনগর প্রভৃতি। সরকারি জমিতেই ‘নিজশ্রী’ প্রকল্পের সিদ্ধান্ত হয়েছে। সেখানেই ওয়ান বিএইচকে এবং টু বিএইচকে ফ্ল্যাট তৈরি হবে। ব্যাঙ্কের কাছ থেকে ঋণ নিয়ে তা তৈরী করা হবে। এর জন্য প্রতিটি জেলার জেলাশাসককে মাথায় রেখে একটি কমিটি তৈরী করা হয়েছে। সেই কমিটি এই প্রকল্পের সব কিছু দেখভাল করবে।
যাঁদের মাসিক আয় ১৫ হাজার টাকার মধ্যে তাঁরা ওয়ান বিএইচকে ফ্ল্যাট পাবেন। দাম ৭ লক্ষ ২০ হাজার টাকা। এর মাপ হবে ৪০০ বর্গফুটের কিছু বেশি। যাঁদের আয় মাসে ৩০ হাজার টাকার মধ্যে, তাঁরা টু বিএইচকে ফ্ল্যাটের জন্য আবেদন করতে পারবেন। যার দাম ৯ লক্ষ ২৮ হাজার টাকা। এই ফ্ল্যাটের পরিমাপ ৫০০ বর্গফুটের কিছু বেশি। ১২টি জায়গায় যে জমিগুলি চিহ্নিত করা হয়েছে, তার মাপ হল ১৫ কাঠা, ২০ কাঠা, ৩০ কাঠা এবং ৪০ কাঠা। প্রতিটি বাড়িই হবে চারতলা। প্রতিটি বহুতলে থাকবে ১৬, ৩২ এবং ৬৪টি করে ফ্ল্যাট। বহুতল তৈরী করার জন্য টেন্ডার ডাকতে জেলাশাসকদের ‘গো অ্যাহেড’ নির্দেশ দিয়েছে নবান্ন।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিম্নবিত্ত ও মধ্যবিত্তদের বাসস্থানের সুবিধার্থে এই প্রকল্প হাতে নিয়েছেন। জেলা সদর, মহকুমা শহরে ওই প্রকল্প করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্তমানে ১২টি শহরে এই আবাসন করার পরিকল্পনা নেওয়া হয়েছে। তার জন্য জমি চিহ্নিত হয়ে গিয়েছে। সেই সব জমির পজেশনও নিয়েছে আবাসন দপ্তর। রাজ্যজুড়ে আরও প্রকল্প করার জন্য জমি খোঁজা চলছে। সেই জমি পেলেই তা খতিয়ে দেখে বিল্ডিং তৈরীর প্রক্রিয়া শুরু হবে। তবে সেই জমি যেন সরকারি কোনও দপ্তরের অধীনে থাকে, তার জন্য নির্দেশ দেওয়া হবে।
‘নিজশ্রী’ প্রকল্পে ফ্ল্যাটের জন্য আয়ের মাপকাঠি মেনেই আবেদন করতে হবে। তবে আবেদনের সংখ্যা বেশি হলে লটারি করা হবে। যাঁর নাম উঠবে, তিনি পাবেন। ফ্ল্যাট বণ্টনে যাতে কোনও স্বজনপোষণ বা দুর্নীতির অভিযোগ না ওঠে, তার জন্য স্বচ্ছতা বজায় রাখতে আবাসন দপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছে। দ্রুততার সঙ্গে রাজ্যজুড়ে এই প্রকল্পের কাজ করার পরিকল্পনা করা হয়েছে। এই ফ্ল্যাট কেনার জন্য ব্যাঙ্ক ঋণ পাওয়ার ক্ষেত্রে সরকারি তরফে সাহায্য করা হবে।
সৌজন্যেঃ বর্তমান