January 23, 2018
Bengal Govt takes up project to boost production of near-extinct fishes

The Bengal Government’s Panchayats and Rural Development Department, in collaboration with the Fisheries Department, has prepared an elaborate scheme to augment production of near-extinct fishes by using the Mahatma Gandhi National Employment Guarantee Act (MGNREGA) Scheme, to help people coming from economically challenged background.
By means of the scheme, pisciculture will be carried out in water bodies that have been renovated, along with production of fish seeds, renovation of ghats and training to those involved. A place to dry fish will also be constructed.
Self Help Groups (SHG) and people from economically challenged background are being involved in the project. In the coastal areas, space has been created to dry fish.
A survey has revealed that nearly 50 varieties of fishes have become near-extinct. Fishes like sarpunti, khaira, kanklesh, techokha, phului and lata have become nearly extinct. These fishes are very tasty and full of protein. The reasons for them becoming extinct are indifference to renovate the water bodies and lack of initiative to improve pisciculture.
It is expected that within the next few years, all these near-extinct varieties will once again be available in the market, thanks to proper planning.
বিলুপ্তপ্রায় প্রজাতির মাছ ফিরিয়ে আনতে উদ্যোগ বাংলার
১০০ দিনের প্রকল্পকে কাজে লাগিয়ে কিছু বিলুপ্তপ্রায় প্রজাতির মাছ ফিরিয়ে আনতে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর ও মৎস্য দপ্তর যৌথ উদ্যোগে এক পরিকল্পনা নিয়েছে। বিলুপ্তপ্রায় প্রজাতির মাছ ফিরিয়ে আনার পাশাপাশি অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া মানুষকেও সাহায্য করা উদ্দেশ্য এই প্রকল্পের।
এই প্রকল্প অনুযায়ী জলাশয়গুলিকে সংস্কার করে সেখানে মাছের চাষ করা হবে। এর পাশাপাশি মাছের চারা উৎপাদন, ঘাট সংস্কার ও এই কাজে নিযুক্ত কর্মীদের প্রশিক্ষণ দেওয়া হবে। মাছ শুকোনোর জন্য আলাদা একটি স্থানও তৈরী করা হবে।
এই প্রকল্পে স্বনির্ভর গোষ্ঠী ও অর্থনৈতিক ভাবে পিছিয়ে পড়া মানুষকে নেওয়া হয়েছে।
এক সমীক্ষায় দেখা গেছে, আনুমানিক ৫০টি প্রজাতির মাছ এখন বিলুপ্তির পথে। মাছগুলি হল, সরপুঁটি, খয়রা, কঙ্কলেশ, টেকখা, ফুলুই, ল্যাটা ইত্যাদি। এই মাছগুলি খুব সুস্বাদু এবং প্রোটিনও আছে প্রচুর। বিগত সরকারের আমলে জলাশয় সংস্কারের অভাব এবং মৎস্য চাষের উন্নয়নে অনিচ্ছার কারণেই বিলুপ্তির পথে এই মাছগুলি।
আশা করা যায় আগামী কয়েক বছরের মধ্যে এই মাছগুলি আবার বাজারে ফিরে আসবে।
Source: Millennium Post
Image is representative