January 16, 2018
Ease of doing business in Bengal

The Trinamool Congress Government has brought various measures to ensure ease in doing business in Bengal.
Among the foremost is the Silpa Sathi Scheme, to ensure single-window permission for settings up industries (of any size). In short, Silpa Sathi is Bengal’s call for business to ride the growth in industry, commerce and enterprises in the state across micro, small, medium and large sectors.
Some of the key reforms implemented:
· Streamlining of business processes
· Enactment of time-bound delivery of services under the Right to Public Services Act
· Enactment of single-window clearance system, through a single-window agency, for business through the Single Window Act; website of the agency – www.silpasathi.in
· Transparency and ease of access to information
· Introduction of self-declaration and self-clarification
· Non-requirement of clearance or consent for industries under ‘white’ and ‘exempted’ categories
· Dissemination of online web-based information
· Introduction of e-services
· Online application for incentives
· Setting up of Industry Facilitation Centres (IFC) in every district
· Simplification of processes and procedures through decentralisation and reduced documentation
· Using GIS mapping system to precisely identify sites
বাংলায় শিল্প গড়ার সুবিধা
২০১১ সালে ক্ষমতায় আসার পর তৃণমূল কংগ্রেস পরিচালিত সরকার অগুন্তি পদক্ষেপ নিয়েছে যাতে ৩৪ বছরের শিল্পের খরা কাটিয়ে পশ্চিমবঙ্গে যে কেউ শিল্প গড়ে তুলতে বিশেষ সুবিধা পান।
নানা উদ্যোগের মধ্যে অন্যতম উল্লেখযোগ্য হল শিল্পসাথী প্রকল্প। শিল্প গড়তে ‘ সিঙ্গেল উইন্ডো সিস্টেম’ চালু করেছে রাজ্য – যার পোশাকি নাম শিল্প সাথী।
গত কয়েক বছরে কিছু সংস্কারমূলক পদক্ষেপঃ
· ব্যাবসা স্থাপনের প্রক্রিয়া স্ট্রিমলাইন করা।
· জনপরিষেবা আইন অনুযায়ী নির্দিষ্ট সময়ে পরিষেবা প্রদান
· শিল্পসাথী প্রকল্প প্রনয়ন: www.silpasathi.in
· তথ্যের সহজলভ্যতা ও স্বচ্ছতা
· সেলফ ডিক্লারেশন ও সেলফ ক্ল্যারিফিকেশন-এর শুরু
· অনলাইন তথ্যের প্রচার
· ই-সার্ভিসের প্রচলন
· ইনসেন্টিভের অনলাইন আবেদন
· প্রতি জেলায় ইন্ডাস্ট্রি ফেসিলিটেশন কেন্দ্র তৈরী
· ক্ষমতার বিকেন্দ্রীকরণ ও নথি কমিয়ে যেকোনো কাজ সহজ করা
· জিআইএস ম্যাপিং ব্যবহার করা জমি বাছাই করার জন্য