January 11, 2018
Calcutta University confers D.Litt. on Mamata Banerjee

Calcutta University today honouredchief minister Mamata Banerjee with D.Litt. for her special contribution in social service.
The university also appreciated her good work in literature. The decision was taken at the university Syndicate — highest executive body — in its meeting on October 25.
A CU alumnus, the CM had consented to the proposal and returned to her alma mater at the university’s convocation programme at Nazrul Mancha today.
Highlights of her speech:
- I am honoured to be present here today. I was a student of University of Calcutta. I love CU very much.
- Teachers play an important role in shaping our lives.
- There are a lot of opportunities at CU. There are several scholarships too.
- My life is one of struggle. I have had to bear a lot of insults throughout my life. Even when someone honours me, I am insulted for that.
- Humanism does not have any caste or creed. Let a new civilization, a new culture be born.
- University of Calcutta has been witness to a lot of movements. This has been the cradle of revolutions. CU is famous all over the world. CU is our pride.
- The honour that you have given me today, the recognition of my work till date, I will cherish it all my life.
- The students present here today are the future citizens of the country. They will shape the future.
- We have achieved No 1 rank in NREGA through convergence, Kanyashree has been adjudged the best in the world.
- Netaji, Swami Ji are our inspiration. Students and youths must learn from them. We must focus on character-building of students.
- School drop-out rate among girls has come down because of Kanyashree. Institutional delivery rate has increased from 65% to 95%.
- Intolerance is rising in the country. This is worrying. There are attempts to rewrite history. We must conserve our history. We must promote tolerance.
- Bengal is incomplete with University of Calcutta.
মুখ্যমন্ত্রীকে সাম্মানিক ডিলিট দিল কলকাতা বিশ্ববিদ্যালয়
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সাম্মানিক ডিলিট দিচ্ছে কলকাতা বিশ্ববিদ্যালয়। নজরুল মঞ্চে বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে এই সম্মান জানানো হল।
সমাজসেবা, সাহিত্য ও শিল্প ক্ষেত্রে মুখ্যমন্ত্রীর অবদানের ভিত্তিতে সিন্ডিকেটের বৈঠকে তাঁকে সাম্মানিক ডিলিট দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
তাঁর বক্তব্যের কিছু অংশঃ
- আজ এখানে এসে আমি ধন্য, আমি কলকাতা বিশ্ববিদ্যালয়কে খুব ভালোবাসি। আমি এখানকারই ছাত্রী।
- আমাদের গড়ে তোলে শিক্ষক শিক্ষিকারা।
- এখন অনেক সুযোগ, অনেক স্কলারশিপের সুবিধা রয়েছে।
- আমার জীবনটা অসম্মানের, অবহেলার, সংগ্রামের। কেউ যদি আমায় সম্মানিত করেন তা নিয়েও আমায় কম অসম্মানিত হতে হয় না।
- মানুষের মধ্যে সৃষ্টি হোক নতুন সভ্যতার, নতুন মানবিকতার। মানবিকতার কোন জাত –ধর্ম-বর্ণ নেই।
- কলকাতা বিশ্ববিদ্যালয় আন্দোলনের প্রাণকেন্দ্র। এই বিশ্ববিদ্যালয় অনেক কিছুর সাক্ষী। এই বিশ্ববিদ্যালয় আমাদের গর্ব। সারা পৃথিবী জুড়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ের নাম।
- আজকে আপনারা যে সম্মান আমায় দিয়েছেন, আমার কাজকে স্বীকৃতি দিয়েছেন, এর থেকে বড় সম্মান আমি আর কিছু চাই না জীবনে।
- আমাদের যে সমস্ত ছাত্রছাত্রীরা এখানে পড়াশোনা করেন, তারাই তো নব প্রজন্ম, নতুনকে পথ দেখায়।
- আমরা ১০০ দিনের কাজে কনভারজেন্স করে ১ নম্বর হয়ে গেছি, কন্যাশ্রী বিশ্বের মুকুট ছিনিয়ে নিয়েছে।
- নেতাজী, স্বামীজি আমাদের প্রেরণা। ছাত্র যৌবনকে পথ দেখাতে হবে। জ্ঞান অর্জনের সঙ্গে সঙ্গে সমাজ, চরিত্র গঠন, নতুন ভাবে এগিয়ে যাওয়া আরও বড় কাজ।
- কন্যাশ্রীর ফলে ড্রপআউট রেট কমে গেছে, ইন্সটিটুশ্যানাল ডেলিভারি ছিল ৬৫% এখন ৯৫%।
- আজ দেশে অসহিষ্ণুতা খুব বৃদ্ধি পাচ্ছে। সকলে এটা নিয়ে খুব চিন্তিত। ইতিহাস যেন বিকৃত না হয়, আমরা যেন সহিষ্ণুতা রক্ষা করি।
- কলকাতা বিশ্ববিদ্যালয় বাদ দিয়ে বাংলাকে ভাবা যায় না ।