Latest News

February 27, 2015

27 Feb 2015

শেখ হাসিনার সঙ্গে জননেত্রীর বৈঠক, দুই বাংলার মেলবন্ধন নিবিড় ঢাকায়

রেলের ভাড়া কমাতেই হবে, মানুষকে বোকা বানানোর ঘৃণ্য চেষ্টা কেন্দ্রের

রেল বাজেটে মানুষকে বোকা বানানোর চেষ্টা করল কেন্দ্র। বাস্তব দেখলে রেলের যাত্রীভাড়া কমানো উচিত ছিল। আন্তর্জাতিকস্তরে পেট্রোল-ডিজেলের দাম কমছে। অথচ, তার সঙ্গে সামঞ্জস্য রেখে রেলের ভাড়া কমল না। উল্টে বাড়ল পণ্যমাশুল। বাজেটের আগে ১৪ শতাংশ করে যাত্রী ভাড়া বাড়িয়েছে কেন্দ্র। সেই অর্থে দেশের পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে মানুষের স্বার্থে ভাড়া কমানো উচিত ছিল। অথচ মানুষের কথা বিন্দুমাত্র চিন্তা না করে ভাড়া বাড়ায়নি কেন্দ্র। বরং দেশের মানুষের সঙ্গে প্রতারণা করল নতুন সরকার। বাংলাকে চরম বঞ্চনা করা হয়েছে। বাংলার জন্য কোনও প্রকল্প রাখা হয়নি রেল বাজেটের প্রস্তাবে।