সাম্প্রতিক খবর

নভেম্বর ১৯, ২০২১

‘অন্নদাতাদের অন্নর অধিকার’ - কৃষকদের জয় নিয়ে কবিতা লিখলেন মমতা বন্দ্যোপাধ্যায়

‘অন্নদাতাদের অন্নর অধিকার’ - কৃষকদের জয় নিয়ে কবিতা লিখলেন মমতা বন্দ্যোপাধ্যায়

কৃষি আইন প্রত্যাহার নিয়ে টুইট করে কৃষকদের অভিনন্দন জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এবার কৃষি আন্দোলন নিয়ে কবিতা লিখলেন তিনি। সেখানেও কৃষকদের ‘সংগ্রামী’ অভিনন্দন জানালেন মমতা।

ওই কবিতায় মুখ্যমন্ত্রী একদিকে যেমন কৃষকদের জয়ের প্রশংসা করেছেন, অন্যদিকে তেমনই নাম না করে বিজেপি-র ঔদ্ধত্য ও অহঙ্কার ভঙ্গ হয়েছে বলেও একটি লাইনে উদ্ধৃত করেন।

https://www.facebook.com/MamataBanerjeeOfficial/posts/4859729137427722