জুলাই ১৫, ২০২১
৬ মাসের মধ্যে উপনির্বাচন হোক দাবি জানিয়ে দিল্লির নির্বাচন কমিশনের দ্বারস্থ তৃণমূল

রাজ্যের ৭টি আসনে দ্রুত উপনির্বাচনের দাবিতে আজ দিল্লির নির্বাচন কমিশনের দ্বারস্থ হল তৃণমূল কংগ্রেস। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টা নাগাদ নির্বাচন কমিশনের সঙ্গে দেখা করতে যান তৃণমূল কংগ্রেসের ৬ জনের একটি প্রতিনিধি দল।
প্রতিনিধি দলে ছিলেন, সৌগত রায়, সুদীপ বন্দোপাধ্যায়, ডেরেক ও’ব্রায়ান, কল্যাণ বন্দোপাধ্যায়, কাকলি ঘোষ দস্তিদার এবং সুখেন্দু শেখর রায়।
কমিশন থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূল সাংসদ সৌগত রায় বলেন,’করোনা সংক্রমণ হার ২ শতাংশের নীচে নেমে গিয়েছে। এখনই উপনির্বাচন করার উপযুক্ত সময়।’
প্রচারের জন্য সামান্য সময় দিয়ে উপনির্বাচন করার প্রস্তাব দিয়েছেন তৃণমূলের প্রতিনিধিরা।
লোকসভায় তৃণমূলের দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেন,’নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে দীর্ঘ আলোচনা করলাম। তথ্য দিয়ে বলেছি, এপ্রিলে কোভিডের শতকরা হার ছিল ৩৩। সেটা এখন ২ শতাংশের নীচে। এই পরিস্থিতিতে তাঁদের বোঝানোর চেষ্টা করেছি, রাজ্যের মানুষের প্রত্যাশা নির্বাচন ৬ মাসের মধ্যে সম্পন্ন হোক। অল্প সময় প্রচারের জন্য দেওয়া হলেও আপত্তি নেই। বাংলার মানুষ চান নির্বাচন হোক।’
তিনি আরও বলেন, ‘আমরা নিরাশ নই। আমাদের ধারণা হয়েছে, আজকের আলোচনা ফলপ্রসূ।’
৬ মাসের মধ্যে বাংলায় উপনির্বাচন হতে চলেছে বলে আশাবাদী তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়,’দেশজুড়ে ২০টি উপনির্বাচন বাকি। সেগুলি একসঙ্গে করতে চায় নির্বাচন কমিশন। তাই বিভিন্ন রাজ্যের রিপোর্ট সংগ্রহ করেছে ওরা। সাংবিধানিক সংকট হোক সেটা চায় না কমিশন।’