সাম্প্রতিক খবর

জুলাই ২৬, ২০২১

পেগাসাস কান্ডে প্রথম তদন্ত কমিশন গঠন করলো বাংলা সরকার: নবান্নে মুখ্যমন্ত্রী

পেগাসাস কান্ডে প্রথম তদন্ত কমিশন গঠন করলো বাংলা সরকার: নবান্নে মুখ্যমন্ত্রী

আজ দিল্লি যাওয়ার আগে মন্ত্রিসভার বৈঠকের পর নবান্নে সাংবাদিকদের মুখোমুখি হন মমতা বন্দ্যোপাধ্যায়।

তাঁর বক্তব্যের কিছু অংশ:

এখুনি আমরা মন্ত্রিসভায় একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত পাস করেছি।

সারা ভারতবর্ষে পেগাসাসের নামে বিচারব্যবস্থা, সংবাদ মাধ্যম, রাজনৈতিক নেতা সহ সকলকে নজরবন্দি করে রাখা হয়েছে।

আমার ভেবেছিলাম গত ১ সপ্তাহে সংসদ চলাকালীন কেন্দ্রীয় সরকার নিশ্চই সুপ্রিম কোর্টের কোন বিচারপতিকে দিয়ে এই ঘটনার তদন্ত করবে।

কিন্তু সংসদ চলাকালীন ও এই সরকারের যখন কোন ভ্রূক্ষেপ নেই তখন দিল্লি যাওয়ার আগে পশ্চিমবঙ্গ প্রথম রাজ্য যারা এই আড়িপাতা কান্ডের তদন্তের জন্য কমিশন গঠন করলো।

আজ রাজ্য মন্ত্রীসভায় এই সিদ্ধান্ত পাশ হয়।

অবসরপ্রাপ্ত দুই বিচারপতি মদন লকুর এবং জ্যোতির্ময় ভট্টাচার্যের নেতৃত্বে কমিশন গঠন করা হল।

কেউ যদি না জাগে, তাকে জাগাতে হয়।  কেন্দ্র তদন্তে গড়িমসি করছে