সাম্প্রতিক খবর

এপ্রিল ১৪, ২০২১

শীতলখুচিতে নিহত ও আহতদের পরিবারের সঙ্গে দেখা করলেন তৃণমূল নেত্রী

শীতলখুচিতে নিহত ও আহতদের পরিবারের সঙ্গে দেখা করলেন তৃণমূল নেত্রী

প্রচারের নিষেধাজ্ঞা উঠতেই আজ সকালে প্রথমেই কোচবিহারের শীতলখুচি গিয়ে নিহতদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। চতুর্থ দফায় ভোট চলাকালীন সেখানে দফায় দফায় মোট ৫ জন নিহত হন।

তাদের সরকারের তরফে সবরকমের সাহায্যের আশ্বাস দিলেন তৃণমূল নেত্রী। তিনি জানিয়েছেন ঘটনার তদন্ত করে আসল দোষীদের খুঁজে বের করা হবে। নিহত সকলের জন্য শহিদ বেদি তৈরি হবে।

নিহত মনিরুল হকের স্ত্রী-র কোল থেকে তাঁদের সদ্যোজাত সন্তানকেও কোলে তুলে নেন তিনি। প্রথম বার ভোট দিতে যাওয়া ১৮ বছরের আনন্দ বর্মণের মৃত্যুরও তীব্র নিন্দা করেন তিনি। কথা বলেন আনন্দ বর্মণের মামা ও দাদুর সঙ্গেও।

তিনি বলেন,‘‘আমি আপনাদের সকলের ঘরের লোক। দোষীরা শাস্তি পাবেই। মানুষ এই হত্যার জবাব দেবে। এখন নির্বাচন চলছে, নির্বাচন মেটার পর রাজ্য সরকারের পক্ষ থেকে যা তদন্ত করার আমরা করব।

তবে ভোট মিটলে ফের শীতলখুচি আসবেন বলে সকলকে প্রতিশ্রুতি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। .