এপ্রিল ৫, ২০২১
বিজেপি হচ্ছে ছদ্মবেশী শয়তান: উত্তরপাড়ায় মমতা বন্দ্যোপাধ্যায়

আজ হুগলী জেলার উত্তরপাড়ায় তৃতীয় জনসভা করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
তাঁর বক্তব্যের কিছু বিষয়ঃ
আজ এক ঝাঁক টেলি শিল্পী এখানে এসেছে কাঞ্চনের জন্য। ওরা কাঞ্চনকে জেতাতে সঙ্ঘবদ্ধ। আমি ওদের কাছে কৃতজ্ঞ
কোন্নগর একটা পবিত্র জায়গা, বরণীয় এবং স্মরণীয় মানুষদের জায়গা। এখানকার সঙ্গে মোহনবাগানের যোগ আছে। এখানে বড় শিবের মন্দির আছে, আরও অনেক অনেক তীর্থস্থান আছে
আগে যারা চলে গেছে তাদের স্বাগত, গেছে তাই বেঁচে গেছি। আমরা এমন প্রার্থী দিয়েছি যে অন্যত্র চলে যাবে না। এই জায়গা হচ্ছে একটা বিখ্যাত মানুষের জন্মস্থান। এখানে প্রচুর শিল্প হবে
ডানকুনি অমৃতসর ফ্রেট করিডর যেটা আমি রেলমন্ত্রী থাকাকালীন তৈরি করেছিলাম, সেটা এবার চালু হবে। বিজেপি রেল, SAIL, বীমা, সব বেসরকারিকরণ করে দিচ্ছে
যারা নেতা আছে, তাদের বলছি, এমন কাউকে এজেন্ট করবেন না যে ভয় পায় বা বিজেপির সঙ্গে বোঝাপড়া করে পালিয়ে যাবে। আমার কন্যাশ্রীর মেয়ে, বঙ্গজননীর মেয়েদের এজেন্ট করুন
আমি নন্দীগ্রামে দেখেছি, ওরা কী রকম ভয় দেখায়। EVM ভালো করে চেক করবেন, খারাপ হলে অপেক্ষা করবেন, ভোট দিয়ে যাবেন, ভোটের পর EVM পাহারা দেবেন
ওরা বলছে বাংলাকে গুজরাট বানাবে। বানাতে দেব না, যত দূর যেতে হয় যাব, ইঞ্চিতে ইঞ্চিতে লড়াই কর
আমরা বিনা পয়সায় খাদ্য দেব, বিনা পয়সায় রেশন বাড়িতে বাড়িতে পৌঁছে দেব, মা-বোনেদের হাত খরচ দেব ৫০০ থেকে হাজার টাকা প্রতি মাসে। বিধবারা হাজার টাকা পেনশন পাবেন
কৃষকরা যাদের এক একর জমি আছে, তারা ৫ হাজার টাকা পাচ্ছে, সেটা ১০ হাজার টাকা করে দেবো, প্রান্তিক চাষীরা ৫ হাজার টাকা পাবে
নবম শ্রেণীতে সাইকেল পাচ্ছে সেটা পাবেন, দ্বাদশ শ্রেণীতে ট্যাবের ১০ হাজার টাকা পাবেন, এবার ১০ লক্ষ টাকার ক্রেডিট কার্ড করে দেবো যাতে উচ্চ শিক্ষায় অসুবিধা না হয়। স্বাস্থ্যসাথীর জন্য পাঁচ লক্ষ টাকা দেওয়া হচ্ছে
সব করেছি। বাকি আছে শুধু বিজেপি, ওদের খেলার মাঠে হারাতে হবে। বিজেপির কথায় দাঙ্গায় পা দেবেন না, সর্বধর্ম নিয়ে কাজ করবেন
বিজেপি হচ্ছে ছদ্মবেশী শয়তান
বঙ্গভঙ্গ হতে দিচ্ছি না, দেব না, বাংলাই বাংলা শাসন করবে, দুটো গদ্দার আর দুটো মীরজাফর বাংলা শাসন করবে না